বায়ুসেনার উইং কমান্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলা ফ্লাইং অফিসারের

মহিলা অফিসারের অভিযোগের ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

September 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতীকী ছবি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা ফ্লাইং অফিসার। জম্মু-কাশ্মীরের বায়ুসেনা ক্যাম্পে ঘটনাটি ঘটেছে। মহিলা ফ্লাইং অফিসারকে মানসিক ও অন্যান্যভাবেও হেনস্তা হয় করা বলে অভিযোগ। মহিলা অফিসারের অভিযোগের ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। স্থানীয় থানাও ঘটনার তদন্ত শুরু করেছে। বায়ুসেনা জানিয়েছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে।

জানা গিয়েছে, অভিযুক্ত উইং কমান্ডারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২) ধারায় বদগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা। নির্যাতিতা জানিয়েছে, গত দু’বছর ধরে তাঁকে মানসিক ও শারীরিক হেনস্তা করা হচ্ছে। অভিযোগ উঠছে, গত বছর ৩১ ডিসেম্বর বর্ষশেষের রাতে অফিসার্স মেসে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টি চলাকালীন নিজের ঘরে ডেকে মহিলা অফিসারকে যৌন নিগ্রহ ও হেনস্তা করা হয়। তিনি জানিয়েছেন, কোনওরকমে ওই অফিসারকে ধাক্কা দিয়ে মেরে পালিয়ে আসেন। অন্য মহিলা আধিকারিকদের তিনি বিষয়টি জানান। এফআইআর করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen