বিশ্বকাপে ভারতীয় দলে অক্ষর প্যাটেলের বদলে নেওয়া হল রবিচন্দ্রন অশ্বিনকে

বিশ্বকাপ দলে নেওয়া হল রবিচন্দ্রন অশ্বিনকে। চোট পাওয়া অক্ষর প্যাটেলের জায়গায় দলে নেওয়া হল তাঁকে।

September 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। বৃহস্পতিবার শেষপর্যন্ত সেই জল্পনার অবসান হল। বিশ্বকাপ দলে নেওয়া হল রবিচন্দ্রন অশ্বিনকে। চোট পাওয়া অক্ষর প্যাটেলের জায়গায় দলে নেওয়া হল তাঁকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে বিশ্বকাপের দল ঘোষনা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হত। এর আগে তাই বিসিসিআই প্রাথমিক দলও ঘোষণা করেছিল।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন অক্ষর। হাতের সেই চোট এখনও সারেনি বাঁহাতি স্পিনারের। সেই কারণে তাঁর জায়গায় ডানহাতি স্পিনার অশ্বিনকে নেওয়া হল। জাডেজা এবং কুলদীপও বাঁহাতি স্পিনার। অশ্বিন দলে আসায় বৈচিত্র বাড়ল ভারতীয় বোলিং আক্রমণের।

ভারতের বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen