ICC ক্রিকেট World Cup-এ মুখোমুখি NZ-NED, পরিসংখ্যানে এগিয়ে কে?

পরপর দুটি ম্যাচ জিতে ভালো জায়গায় পৌঁছতে মরিয়া নিউজিল্যান্ড।

October 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ICC ক্রিকেট World Cup-এ মুখোমুখি NZ-NED

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের সাথে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পরপর দুটি ম্যাচ জিতে ভালো জায়গায় পৌঁছতে মরিয়া নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড চমক দেয়।

ব্ল্যাক ক্যাপস তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়াই মাঠে নামবে। এদিকে লকি ফার্গুসন প্রত্যাবর্তন করেছেন দলে। নিউজিল্যান্ড নিশ্চিতভাবেই এই ম্যাচে এগিয়ে। ODI-তে তারা চারবার নেদারল্যান্ডসের সাথে মুখোমুখি হয়েছে এবং চারটি ম্যাচেই জিতেছে। যার মধ্যে l তিনটি খেলায় ১০০-র বেশি রানের ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। ২০২২সালে দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজটি ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ড জিতেছিল।

তবে নেদারল্যান্ডকে হালকাভাবে নেওয়া উচিত নয়। বিশ্বকাপ বাছাইপর্বে তারা দুর্দান্ত খেলে।

নিউজিল্যান্ড (সম্ভাব্য একাদশ): ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, টিম সাউদি/লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি,ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস (সম্ভাব্য একাদশ): বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (ক্যাপ্টেন, উইকেটকিপার), বাস ডি লিড, তেজা নিদামানুর, সাকিব জুলফিকার, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, রায়ান ক্লেইন

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen