আজ ইডেনে বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী, কারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে?

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে এ বারের বিশ্বকাপ শুরু হবে।

September 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
আজ ইডেনে বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে এ বারের বিশ্বকাপ শুরু হবে। ইডেনে সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ খেলা হবে। ভারত-বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচও হবে ইডেনে। কিন্তু তার আগেই আজ শুক্রবার ইডেনে আসছে এ বারের বিশ্বকাপ ট্রফি। অনুষ্ঠানের আকর্ষণ বাড়াবে আতসবাজির প্রদর্শনী ও আলোর রোশনাই।

বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে বেশ কিছু চমক থাকছে। ক্লাব হাউসের লোয়ার টিয়ারের সামনের লনে বাঁধা হয়েছে অস্থায়ী মঞ্চ। আর সেই মঞ্চ ভেদ করে উঠে আসবে ট্রফি। এখনও পর্যন্ত পরিকল্পনা এমনই। বক্তব্য রাখবেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের ইডেনে প্রবেশের কোনও সুযোগ নেই।

আমন্ত্রিতদের তালিকা বেশ দীর্ঘ। ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া থেকে ওলিম্পিকসে পদকজয়ী টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোসের মতো ভিভিআইপিদের জন্য থাকছে নির্দিষ্ট আসন। তবে শেষ পর্যন্ত শুক্রবার ইডেনে আইসিসি বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে কতজন তারকার উপস্থিতি ঘটবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সৌরভ গাঙ্গুলি থাকছেন না। তিনি সপরিবারে লন্ডনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen