শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখতে আজ ডাচদের হারাতেই হবে আফগানদের

অন্যদিকে, ছয় ম্যাচে দুটি জয় পেয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। তারা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়েছে। ফলে নেদারল্যান্ডসও চাইবে আজ জিততে।

November 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ লখনৌয়ের একনা স্টেডিয়ামে চলতি ক্রিকেট বিশ্বকাপের ৩৪তম ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডস। দুই দলই তাদের আগের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে।

আফগানিস্তান এই মহূর্তে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ দুটি ম্যাচ জিতেছে। এর আগে তারা দিল্লিতে ইংল্যান্ডকে হারিয়েছে। ফলে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের জয় পাকিস্তানকে পঞ্চম স্থান থেকে সরিয়ে দিতে পারে। আফগানিস্তান এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে। পাকিস্তানের একটি ম্যাচ বেশি খেলে তিনটিতে জিতেছে।

অন্যদিকে, ছয় ম্যাচে দুটি জয় পেয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। তারা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়েছে। ফলে নেদারল্যান্ডসও চাইবে আজ জিততে।

একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ বোলারদের পছন্দ হবে। এই পিচে স্পিনাররা বারতি সহায়তা পাবে বলে মনে করা হচ্ছে। ব্যাটারদের ইনিংসের শুরুতে ধৈর্য ধরে থাকতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মাঠে প্রথমে বল করাটা সঠিক সিদ্ধান্ত হবে।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:
রাহমানুল্লাহ গুরবাজ (উইক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক, নুর আহমদ।

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, ওয়েসলি বেরেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen