বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশাল জয় নিউজিল্যান্ডের

৫৬ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ডেভন কনওয়ে ৫৮ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। কেন উইলিয়ামসন (২৩) এবং গ্লেন ফিলিপস (১২) বেশি রান করতে পারেননি।

October 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

টি-২০ বিশ্বকাপের (ICC T-20 World Cup)  শুরুতেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ড ২০১১-র পর দীর্ঘ ১১ বছর পর ক্যাঙ্গারুদের দেশে অজিদের হারানোর নজির গড়ল।‌

আজ টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলে নিউজিল্যান্ড। কিউয়ি ওপেনার ফিন অ্যালেন ১৬ বলে ৪২ রান করেন । তাতে রয়েছে ৫টি চার এবং ৩টি ছয়। ৫৬ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ডেভন কনওয়ে ৫৮ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। কেন উইলিয়ামসন (২৩) এবং গ্লেন ফিলিপস (১২) বেশি রান করতে পারেননি। শেষদিকে জেমস নিশামের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে নিউজিল্যান্ডকে দুশো ছুঁতে সাহায্য করেন।

ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া (Australia)। দলের ৫ রানে সাউদির বলে বোল্ড হন ডেভিড ওয়ার্নার (David Warner)। এরপর ১৩ রানে ফিরে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aron Finch)। মিচেল মার্শ (১৬), মার্কাস স্টোইনিস (৭), টিম ডেভিড (১১), ম্যাথিউ ওয়েড (২), কেউই দাঁড়াতে পারেননি কিউইদের বোলিংয়ের সামনে। শেষদিকে প্যাট কামিন্স (Pat Cummins) ২১ রান যোগ না করলে অস্ট্রেলিয়ার ইনিংস ১০০ রানের মধ্যেই শেষ হয়ে যেত। তিনটে করে উইকেট নেন টিম সাউদি এবং মিচেল স্যান্টনার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen