ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে এক নম্বর হতে চলেছে ভারত

টেস্ট র‍্যাঙ্কিং উল্টে যাওয়ায় ৭ জুন ‍ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু’দলের লড়াই যে অন্যমাত্রা পাবে তাতে কোনও সন্দেহ নেই।

May 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ভারত ১২১ পয়েন্ট নিয়ে এক নম্বর টেস্ট দলে পরিণত হয়েছে, ছবি সৌজন্যে- আইসিসি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আসন আর অস্ট্রেলিয়ার দখলে থাকছে না। ১৫ মাস ধরে অজিরা টেস্ট ক্রিকেটে এক নম্বরে ছিল। আগামী মাসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই অস্ট্রেলিয়ার আসন ছিনিয়ে নিতে চলেছে ভারত।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া এবং ভারতের লড়াই বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। টেস্ট র‍্যাঙ্কিং উল্টে যাওয়ায় ৭ জুন ‍ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু’দলের লড়াই যে অন্যমাত্রা পাবে তাতে কোনও সন্দেহ নেই।

আইসিসি’র বার্ষিক র‍্যাঙ্কিং আপডেটের আগে, অস্ট্রেলিয়া ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল এবং ভারত তাদের পিছনেই ছিল তিন পয়েন্ট (১১৯) কম নিয়ে। বার্ষিক র‍্যাঙ্কিং নির্ধারনের সময় মে ২০২০ থেকে খেলা সমস্ত সিরিজগুলি বিবেচনা করে দেখা হয়। আইসিসি’র কাছে ২০২২ সালের মে মাসের আগে সম্পন্ন হওয়া সিরিজগুলির গুরুত্ব ৫০ শতাংশ এবং পরবর্তী সময়ের সমস্ত সিরিজের গুরুত্ব ১০০ শতাংশ।

ফলে ২০১৯/২০ সালে পাকিস্তান (২-০) এবং নিউজিল্যান্ডের (৩-০) বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হোম সিরিজ জয়ে বিষয়গুলি আর আইসিসি’র বিবেচনার মধ্যে ছিল না, যেখানে ২০২১/২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ৪-০তে সিরিজ জয়ের বিষয়টির গুরুত্বও আইসিসি’র র‍্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ হয়ে পরে। ফলস্বরূপ, অস্ট্রেলিয়ার রেটিং ১২১ থেকে ১১৬-তে নেমে এসেছে।

অন্যদিকে ভারতের ক্ষেত্রে, ২০১৯/২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের ২-০তে সিরিজ হারের ঘটনাকে র‍্যাঙ্কিং য়ের জন্য আর বিবেচনা করা হয়নি। তাই তাদের রেটিং দুই-পয়েন্ট বেড়ে ১১৯ থেকে ১২১-এ উন্নিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen