ICC Women’s World Cup 2025: শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হরমনপ্রীতদের
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৫: এক দিনের মহিলাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারাল ভারত। তবে এদিন প্রত্যাশা মতো খেলতে পারলেন না ভারতীয় মহিলা দলের ব্যাটারেরা। এদিন গুয়াহাটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আটাপাত্তু।বৃষ্টি, মেঘলা আবহাওয়ার মধ্যে হরমনপ্রীতদের সমস্যায় ফেললেন শ্রীলঙ্কার স্পিনারেরা। ইনিংসের ২৬তম ওভারে ইনোকা রণবীরার বলে পর পর আউট হয়ে যান হার হারলিন দেওল, জেমাইমা রদ্রিগেজ এবং হরমনপ্রীত। তবু শেষ পর্যন্ত ভারত ২৬৯ রান তুলল শ্রীলঙ্কার খারাপ ফিল্ডিংয়ের সুবাদে।
ভারতের ৮ উইকেটে ২৬৯ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৪৫.৩ ওভারে ২১১ রানে। উল্লেখ্য ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৭১ রান। ওপেনার হাসিনি পেরেরা (১৪) দ্রুত আউট হলেও আটাপাত্তু এবং তিন নম্বরে নামা হর্ষিতা সমরবিক্রমা দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের জুটিতে ওঠে ৫২ রান। এ সময় কিছুটা দিশাহারা দেখাচ্ছিল ভারতীয় বোলারদের। তবে দীপ্তির বলে আটাপাত্তু ব্যক্তিগত ৪৩ রানে আউট হওয়ার পর আর সমস্যা হয়নি। আটাপাত্তুর ৪৭ বলের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ৩টি ছয়। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে শ্রীলঙ্কা। ক্রমশ বাড়তে থাকে ওভার প্রতি রান তোলার লক্ষ্যও। দীপ্তি ছাড়াও বাকি দুই স্পিনার রানা এবং শ্রী চরনি চাপে রাখেন প্রতিপক্ষ ব্যাটারদের। হর্ষিতা করেন ৪৫ বলে ২৯। শ্রীলঙ্কার আর কোনও ব্যাটার বলার মতো রান করতে পারেননি। ভিশমি গুণরত্নে (১১), কবিশা দিলহারি (১৫), অনুষ্কা সঞ্জীবনীরা (৬) দলকে ভরসা দিতে পারেননি। কিছুটা লড়াই করেন নীলাক্ষীকা সিলভা। তিনি ৪টি চার এবং ১টি ছয়ের সাহায্যে করেন ২৯ বলে ৩৫। শ্রীলঙ্কার টেলএন্ডারদের আউট করতেও বেশ বেগ পেতে হল ভারতীয় দলকে।
