ICC WOMENS CRICKET WORLD CUP 2025: উদ্বোধনী মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল

এই বছরের উইমেন্স বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের চারটি শহর এবং শ্রীলঙ্কার কলম্বোতে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

September 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: মহিলা ক্রিকেটের মহাযজ্ঞ এবার শুরু হচ্ছে সুরের ঝর্ণা দিয়ে। জনপ্রিয় বলিউড প্লেব্যাক সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল আইসিসি উইমেন্স ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর গ্র্যান্ড ওপেনিং সেরিমনিতে পারফর্ম করতে চলেছেন। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এই খবর জানায়।

এই বছরের উইমেন্স বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের চারটি শহর এবং শ্রীলঙ্কার কলম্বোতে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচের আগে গৌহাটির উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল পরিবেশন করবেন লাইভ পারফরম্যান্স। তিনি গাইবেন এই টুর্নামেন্টের অফিসিয়াল অ্যান্থেম ‘ব্রিং ইট হোম’, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

আইসিসি এ বছর বিশ্বকাপকে আরও বেশি ফ্যান-ফ্রেন্ডলি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে ম্যাচ টিকিটের দাম রাখা হয়েছে এত কম। ভারতের সব লিগ ম্যাচের টিকিটের প্রাথমিক মূল্য মাত্র ১০০টাকা। আইসিসির আশা, এই স্বল্পমূল্যের টিকিট দর্শকদের ভিড় বাড়াবে এবংমহিলা ক্রিকেটের প্রতি আগ্রহকে আরও ছড়িয়ে দেবে।

এছাড়াও গুগল পে ভক্তদের জন্য এনেছে বিশেষ সুযোগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়েছে এক্সক্লুসিভ প্রি-সেল উইন্ডো, যা চলবে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই সময়ে গুগল পে ব্যবহারকারীরা Tickets.cricketworldcup.com ওয়েবসাইট থেকে আগাম টিকিট বুক করতে পারবেন।

আইসিসি জানিয়েছে, এই উদ্যোগ নারী ক্রিকেটকে আরও জনপ্রিয় করার পাশাপাশি দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে। গৌহাটির উদ্বোধনী মঞ্চে শ্রেয়া ঘোষালের সুর আর হাজারো দর্শকের উচ্ছ্বাসে বিশ্বকাপের শুরুটা হতে চলেছে বেশ জমকালো

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen