ICC Women’s World Cup: আজ সামনে অজিরা, ফাইনালের রাস্তা পাবেন মন্ধানারা?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:১১: আজ মহিলা বিশ্বকাপের ফাইনালে নামছেন ভারতের মেয়েরা। সামনে অস্ট্রেলিয়া। অজিরা সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন। ফলে বলার অপেক্ষা রাখে না হরমনপ্রীতদের লড়াই বেশ কঠিন হতে চলেছে। অজিদের প্রথম একাদশে খেলা অন্তত ৬-৭ জন অলরাউন্ডার। সবাই ব্যাট হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩০ রান তুলেছিলেন হরমনপ্রীতরা। খারাপ বোলিংয়ের জন্য জয় আসেনি। আজ নবি মুম্বইয়ে সেই বদলা নেওয়ার সুযোগ থাকছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে অজিরা। মহিলাদের ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ৬০ বার। ৪৯টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ১১টি। মহিলা বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে মোট ১৪ টি ম্যাচে। মাত্র ৩ বার জিতেছে ভারত। অজিরা জিতেছেন ১০ বার। ১টি ম্যাচ অমীমাংসিত।
ভারতের শক্তি বলতে, ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন স্মৃতি। অধিনায়ক হরমনপ্রীত ভাল ইনিংস খেলেছেন কয়েকটি। রিচা ঘোষ ভাল ফর্মে। দীপ্তি শর্মাও টুর্নামেন্টের সেরা হওয়ার দৌড়ে। প্রতীকার চোটের কারণে শেফালি বর্মা দলে ঢুকেছেন। চারবারের বিশ্বজয়ী ইংল্যান্ডকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
পৌঁছে গিয়েছে ফাইনালে। আজ, বৃহস্পতিবার সাতবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে হারাতে পারবে হরমনপ্রীতের ভারত? মহিলাদের এক দিনের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে বাড়ছে পারদ। খেলা শুরু হবে বিকেল তিনটে থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।