CWC23: আজ বিশ্বকাপের মঞ্চে ফের ইংল্যান্ডকে হারানোর সুযোগ বাংলাদেশের সামনে
অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপ শুরুর আগে যে জায়গায় ছিল, এখন সেখানে নেই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড ও বাংলাদেশ। আজ ধরমশালায় জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য সাকিব আল হাসানদের। অন্যদিকে, হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া জস বটলাররা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড বড় ব্যবধানে হেরেছে। শুধু তা–ই নয়, চিরচেনা ইংল্যান্ডকে ওই ম্যাচে একেবারেই খুঁজে পাওয়া যায়নি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ওই হার ইংল্যান্ডের মতো পেশাদার দলকে খুব বেশি প্রভাবিত করবে না। প্রথম ম্যাচে হারের নেতিবাচক প্রভাব বটলারদের মধ্যে পড়বে না। কাজেই ধর্মশালায় শক্তিশালী একটা দলের বিপক্ষেই বাংলাদেশকে আজ খেলতে হবে।
অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপ শুরুর আগে যে জায়গায় ছিল, এখন সেখানে নেই। সব বিতর্ক দূর করে তারা এখন অনেক সাহসী, অনেক আত্মবিশ্বাসী। এই বিশ্বকাপে ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে আজ তারা জেতার জন্যই খেলতে নামবে।
গত তিনটি বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল। পরিসংখ্যানের নিরিখে এগিয়ে বাংলাদেশ। ২০১১ ও ২০১৫ সালে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা। পক্ষান্তরে একটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড।