তিনশো রান করেও জিততে পারল না বাংলাদেশ, ৮ উইকেটে জিতল অস্ট্রেলিয়া

তিনশো রান করেও জিততে পারল না বাংলাদেশ, ৮ উইকেটে জিতল অস্ট্রেলিয়া

November 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩০৬ রান করেও হারল বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান। কিন্তু তাতেও বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি জিততে পারল না বাংলাদেশ। সৌজন্যে মিচেল মার্শের অপরাজিত ১৭৭ রান!

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে টানা ৭ ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে যাচ্ছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ অর্ধশত রান করেছেন, তবে অস্ট্রেলিয়া ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক অবশ্যই মিচেল মার্শের ক্যারিয়ারসেরা ১৭৭* রানের ইনিংসটি।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দলের প্রথম সাত ব্যাটসম্যানের সবাই ছুঁয়েছেন দুই অঙ্ক। প্রথম পাঁচজন পেরিয়েছেন ত্রিশের ঘর। কিন্তু তাওহিদ হৃদয় ছাড়া কেউ অর্ধশতরান করতে পারেননি।

এদিনের হারের ফলে আপাতত নিজেদের জন্য এই ‘হতাশা’র বিশ্বকাপ অভিযান শেষ হল, খাতা-কলমে বাংলাদেশ এখন দর্শক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen