HDFC-র পর ICICI! ভাইরাল চিঠিতে শারীরিক নিগ্রহের অভিযোগ ব্যাঙ্ক কর্মীর
সমাজ মাধ্যমে সেই অভিযোগের চিঠি ভাইরাল হয়েছে। ব্যাঙ্কিং সেক্টর এই অবস্থা দেখে আতঙ্কিত আম জনতার।
June 9, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: HDFC Bank-এর পর এবার ICICI, ব্র্যাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনল কর্মীরা। অভিযোগ, ব্র্যাঞ্চ ম্যানেজার কর্মীদের ধরে ধরে মারছেন, চিমটি কাটছেন। এই ঘটনা নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলেছেন ম্যানেজার। ওই ব্যাঙ্কের কর্মীরা এইচআরের কাছে অভিযোগ জানিয়েছেন। সমাজ মাধ্যমে সেই অভিযোগের চিঠি ভাইরাল হয়েছে। ব্যাঙ্কিং সেক্টর এই অবস্থা দেখে আতঙ্কিত আম জনতার।
ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
