ICSE ও ISC-তে বাংলার জয়জয়াকার, কত নম্বর পেলেন দেবত্রী, সৃজনীরা?
ICSE ও ISC পরীক্ষার ফলাফল প্রকাশ করল CISCE।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বুধবার, ICSE ও ISC পরীক্ষার ফলাফল প্রকাশ করল CISCE। এবারেও ছেলেদের ছাপিয়ে এগিয়ে গেল মেয়েরা। ১০০ শতাংশ নম্বর পেয়ে ICSE-তে শীর্ষে বাংলার দেবত্রী মজুমদার। তার প্রাপ্ত নম্বর পাঁচশো ৫০০। রাণি কুঠির ফিউচার ফাউন্ডেশনের ছাত্রী সৃজনী ISC তে গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি চারটি বিষয়েই একশো’য় ১০০ পেয়ে রাজ্যে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম।
দশম শ্রেণির মোট পাসের হার ৯৯.০৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯৮.৮৪ শতাংশ, অন্যদিকে মেয়েদের পাসের হার ৯৯.৩৭ শতাংশ। দ্বাদশ শ্রেণিতে মোট ৯৯,৫৫১ জন পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে ৯৮,৫৭৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯.০২ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৮.৬৪ শতাংশ, যেখানে মেয়েদের পাসের হার ৯৯.৪৫ শতাংশ।
ISC-তে ছেলেদের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছেন কার্তিক দাস, তিনি ৪০০-র মধ্যে ৩৯৯ পেয়েছেন।ICSE-তে ছেলেদের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন আদিত্য তিওয়ারি, তার প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯।