করোনায় ঘরবন্দি? বাড়িতে বানান শখের বাগান

আপন গৃহকোণকে সুন্দর করে সাজিয়ে তোলার প্রতি আগ্রহ মানুষের চিরদিনের। ঘরকে ঘিরে মানুষ লালন করে স্বপ্ন ও সৃজনশীলতা। নান্দনিকতার প্রকাশে ঘর হয়ে ওঠে সুখী গৃহকোণ। করোনা ভাইরাসের আতঙ্কে বাড়িতে না বসে থেকে ঘরেতেই গড়ে তুলুন বাগান।

March 21, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

আপন গৃহকোণকে সুন্দর করে সাজিয়ে তোলার প্রতি আগ্রহ মানুষের চিরদিনের। ঘরকে ঘিরে মানুষ লালন করে স্বপ্ন ও সৃজনশীলতা। নান্দনিকতার প্রকাশে ঘর হয়ে ওঠে সুখী গৃহকোণ। করোনা ভাইরাসের আতঙ্কে বাড়িতে না বসে থেকে ঘরেতেই গড়ে তুলুন বাগান।

পুরোপুরি শখের বসে বাড়ির ছাদে বেশ জবরদস্ত একটা বাগান তৈরি করতে পারেন খুব সহজেই। বিশেষ করে নিজের হাতে গাছ বসিয়ে একটু একটু করে এদের বড় করে তোলার আনন্দই আলাদা। 

বাড়িতে বাগান করার জন্য রইল কিছু টিপস:

• প্রথমেই দো-আঁশ মাটি ২-৩ দিন রোদে রেখে ভালো করে শুকিয়ে নিন৷ 

• মাটি শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে ভালো করে চেলে নিয়ে গুঁড়ো মাটি ও তার চেয়ে একটু মোটা দানার মাটি আলাদা করে নিন৷

• গোবর সার রোদে শুকিয়ে একদম ডাস্ট করে নিন৷ এরপর এর সঙ্গে মেশাতে হবে ফসফেট ও ইউরিয়ার মতো রাসায়নিক সার৷ সবজি পচানো সার মেশালেও তা মাটির পক্ষে ভালো৷ 

• এবার টব তৈরির পালা৷ গাছ অনুযায়ী সাইজ মতো টব নিন৷ ইঁট বা খোয়ার টুকরো দিয়ে টবের তলার গর্তটা এমন ভাবে বন্ধ করে দিতে হবে, যাতে শুধুমাত্র অতিরিক্ত জলটুকু চুঁইয়ে বেরিয়ে যেতে পারে৷ 

• টবকে মোটামুটি চার ভাগে ভাগ করে নিতে হবে৷ যার একদম নিচে থাকবে মাঝারি সাইজের খোয়ার টুকরো৷ পরের ধাপে মাটি চালার পর যে মোটা দানার মাটি আলাদা করে রাখা হয়েছিল, সেটা দিতে হবে৷ এবার গুঁড়ো মাটির সঙ্গে সার মিশিয়ে পরের ভাগে দিয়ে দিন৷ গাছ বসিয়ে বাকি সার মেশানো মাটি ওপরে ভালো করে ছড়িয়ে দিন৷

• টবে বসানোর পর প্রথমেই কড়া রোদে না রেখে প্রথম দুই থেকে তিন দিন গাছ ছায়ায় রাখুন৷ তারপর রোদে নিয়ে আসতে পারেন৷

যত্ন-আত্তি

• গরমে গাছ মাঝে মধ্যে জল দিয়ে ধুয়ে দেবেন৷

• গাছ মাঝে মাঝে ছেঁটে দিলে ঝাঁকড়া হবে৷ দেখতে ভালো লাগবে৷

• পোকা ধরা আটকাতে কীটনাশক স্প্রে করতে হবে৷ পিঁপড়ে আটকাতে চারপাশে গ্যামাক্সিন পাউডার ছড়িয়ে দিন৷

• শহরে ভালো মাটি খুব একটা পাওয়া যায় না৷ দো-আঁশ মাটি কিনতে পাওয়া যায়৷ দুই বস্তা মাটি মোটামুটি দেড়শো টাকার মতো দাম৷

এভাবেই আপনার বাড়ির জমিতে বা জমির অভাব থাকলে ছাদেই বানিয়ে ফেলতে পারেন একখণ্ড সবুজ পৃথিবী৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen