কুমোরটুলি কাণ্ডে নিহত ও খুনিদের নাম-পরিচয় প্রকাশ্যে এল

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে আহিরিটোলা ঘাটের কাছে থাকা মানুষজনের চোখে পড়ে, একটি ট্যাক্সি থেকে দুই মহিলা নামেন ঘাটের কাছে।

February 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খুনের পর দেহ অন্তত তিন টুকরো করে ফেলা হয়েছিল। পৃথক করা হয়েছিল মুন্ডুটিও। তারপর তা সুটকেসে ভরে গঙ্গায় ভাসিয়ে লোপাটের ছক কষেছিল আততায়ীরা। কিন্তু সেই ছক বানচাল হয়ে গেল। খাস কলকাতায় এভাবে খুনের প্রমাণ লোপাটের করার সময় পুলিশের হাতে ধরা পড়ল ২ মহিলা। জানা গেল নিহতের নাম পরিচয়। সঙ্গে প্রকাশ্যে এসেছে ওই ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলতে এসে ধৃত ২ মহিলার পরিচয়ও। যাতে এক প্রকার স্পষ্ট পারিবারিক বিবাদ থেকেই খুন।

জানা গিয়েছে, ট্রলি ব্যাগে যে মহিলার দেহ উদ্ধার হয়েছে তাঁর নাম সুমিতা ঘোষ। আর যে ২ মহিলাকে গ্রেফতার করা হয়েছে তাঁরা ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ। নিহত সুমিতা দেবী সম্পর্কে ফাল্গুনীদেবীর পিসি শাশুড়ি। জানা গিয়েছে, এদের প্রত্যেকের বাড়ি মধ্যমগ্রাম থানা এলাকায়। কী ভাবে মহিলাকে খুন করা হল তা জানতে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কী কারণে মহিলাকে খুন করা হল তা জানতে ধৃতদের জেরা করছে উত্তর বন্দর থানার আধিকারিকরা। উত্তর বন্দর থানায় পৌঁছেছেন কলকাতার নগরপাল।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে আহিরিটোলা ঘাটের কাছে থাকা মানুষজনের চোখে পড়ে, একটি ট্যাক্সি থেকে দুই মহিলা নামেন ঘাটের কাছে। তাদের সঙ্গে ছিল একটি সুটকেস। সেই সুটকেসটি গঙ্গার জলে ফেলে দেওয়ার সময়েই স্থানীয়রা আটকান তাদের। জিজ্ঞাসাবাদ করায় মহিলারা জানান, সুটকেসে কুকুরের মৃতদেহ আছে। তা তারা ভাসাতে এসেছেন। কিন্তু তাতে সন্দেহ হয় স্থানীয় মানুষজনের। খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে দুই মহিলাকে আটক করে। এরপর সুটকেস খুলে দেখা যায়, তাতে এক মহিলার মুণ্ডহীন তিন টুকরো দেহ রয়েছে!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen