‘যুদ্ধে জেলেনস্কির কিছু হলেও ইউক্রেনে কিন্তু সরকার চলবে’, রাশিয়াকে বার্তা মার্কিন বিদেশ সচিবের

রাশিয়ার লক্ষ্য ইউক্রেনে দ্রুত জেলেনস্কি শাসনের অবসান ঘটানো।

March 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাশিয়ার লক্ষ্য ইউক্রেনে দ্রুত জেলেনস্কি শাসনের অবসান ঘটানো। তার জন্য পুতিন সর্বশক্তি নিয়োগ করেছেন। কিন্তু, জেলেনস্কিকে খতম করলেই কি সংঘাত থেমে যাবে? ইউক্রেনকে কব্জা করতে পারবে রাশিয়া? আমেরিকার সাফ কথা, জেলেনস্কি মারা গেলেও ইউক্রেনে সরকার নিজের মতোই চলবে। প্ল্যান বি তৈরি আছে। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন রবিবার জানিয়েছেন, ‘যুদ্ধে জেলেনস্কির কিছু হলেও ইউক্রেনে কিন্তু সরকার চলবে। বিকল্প কী হবে, তার পরিকল্পনাও ইউক্রেনীয়রা ছকে ফেলেছেন। কিন্তু, কৌশলগত কারণেই সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু বলব না।’ ইতিমধ্যেই জেলেনস্কিকে হত্যার তিনটি ছক ভেস্তে গিয়েছে। জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি ও তাঁর পরিবার রাশিয়ার প্রথম টার্গেট। সম্প্রতি ইউক্রেন বাহিনীর মনোবলে চিড় ধরাতে মস্কো রটিয়ে দিয়েছিল, জেলেনস্কি পোলান্ডে পালিয়ে গিয়েছেন। তারপরই নিজের অফিসে বসে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জানিয়ে দেন, তিনি কিয়েভেই রয়েছেন। রণে ভঙ্গ দেওয়ার কোনও ইচ্ছে তাঁর নেই। বরং চান  রাশিয়াকে ‘উচিত শিক্ষা’ দিতে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen