SIR-এ বাদ গেলে CAA-তে ভোটার কার্ড করে দেওয়া হবে, বিতর্কিত বয়ান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর

October 27, 2025 | 2 min read
Published by: Ritam
বিতর্কিত বয়ান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:৩৫: আজই বাংলায় SIR-র দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভোটার তালিকার সংশোধন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, SIR হলে বিপন্ন হবেন মতুয়ারা। তাই মতুয়া ভোট নিয়ে বেশ চাপে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) মন্তব্যে গেরুয়া শিবিরের সেই ভয় প্রকাশ পেল।

রবিবার মতুয়াদের আশ্বস্ত করে শান্তনু বলেন, “SIR-র নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন। আগে নাগরিকত্বের আবেদন করুন। যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করুন। SIR-এ একবারের জন্যও যদি নাম কাটা যায়, নাগরিকত্ব পাওয়ার পর আবার ভোটার তালিকায় নাম উঠবে। আপনার ভয় পাওয়ার কিছু নেই। যাঁরা ওপার থেকে আসা উদ্বাস্তু, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান নয়, ভূতুড়ে ভোটার নয়, ওপার থেকে আসা উদ্বাস্ত যাঁরা, চটজলদি CAA আবেদন করুন। যত তাড়াতাড়ি সম্ভব। নাগরিকত্ব পেলে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে। আর ভোটার কার্ড না হলে, সব আমার কাছে আসবেন, আমি করে দেব ভোটার কার্ড।”

পাল্টা তৃণমূল নেতৃত্বের মত, SIR-এ যে সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়াদের, তা বুঝে গিয়েছেন শান্তনু ঠাকুর। বলতে চাইছেন, SIR-এ বাদ গেলে CAA দিয়ে ঢোকাবেন। আবার ক্যাম্প করবেন। শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল পাশে আছে। সকলে বুঝতে পারছেন, যে যে শর্তে বাদ দেওয়া হচ্ছে, তাতে মতুয়া সম্প্রদায়ের উপর চাপ তৈরি হবে। অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুল আঘাত আসতে চলেছে। সবথেকে বেশি বুঝতে পারছেন বিজেপি নেতৃত্ব।

বনগাঁ, নদিয়ার মতো জায়গাগুলিতে ঢেলে ভোট পায় বিজেপি কারণ মতুয়া ফ্যাক্টর। SIR-র জেরে তাদের নাম বাদ গেলে আগামী বছর বিধানসভা ভোট ফের বড়সড় ধাক্কা খেতে হবে বিজেপিকে। সে কারণে আগেভাগে ময়দানে নেমে মতুয়াদের ক্ষোভ প্রশমিত করতে চাইছেন শান্তনু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen