এই মুহূর্তে লোকসভা ভোট হলে বঙ্গে তৃণমূলের উত্থান, বিজেপির পতন : India Today-CVoter সমীক্ষা
India Today–CVoter সমীক্ষা অনুযায়ী, এখনই যদি লোকসভা ভোট হয়, পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩১টিতে জিতবে তৃণমূল কংগ্রেস। বিজেপি থামবে ১১-তে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৯: বাংলায় নির্বাচনের হাওয়া কোন দিকে বইছে? এই মুহূর্তে লোকসভা ভোট হলে তার ফল কী হতে পারে – সেই প্রশ্নের উত্তর দিয়েছে India Today–CVoter-এর দ্বিবার্ষিক Mood of the Nation Survey। সমীক্ষার ফল বলছে, বিজেপির জন্য ফের বিপর্যয়ের বার্তা, আর তৃণমূলের জন্য দাপট বজায় রাখার সম্ভাবনা।
চলতি বছর ভোট হচ্ছে দিল্লি ও বিহারে। আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচন হবে তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচেরি ও পশ্চিমবঙ্গে। তার আগেই প্রকাশিত এই সমীক্ষায় বাংলার রাজনৈতিক ছবিটা স্পষ্ট।
India Today–CVoter সমীক্ষা অনুযায়ী, এখনই যদি লোকসভা ভোট হয়, পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩১টিতে জিতবে তৃণমূল কংগ্রেস। বিজেপি থামবে ১১-তে। কংগ্রেস ও তাদের সহযোগী সিপিএম পাবে একটি করে আসন।
সমীক্ষাটি করা হয়েছে ১ জুলাই থেকে ১৪ আগস্ট, ২০২৫-এর মধ্যে। এতে দেশের সব লোকসভা আসন মিলিয়ে মোট ৫৪,৭৮৮ জনকে প্রশ্ন করা হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে CVoter-এর নিয়মিত ট্র্যাকার ডেটার ১,৫২,০৩৮টি সাক্ষাৎকার। সব মিলিয়ে ২,০৬,৮২৬ জনের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে এই রিপোর্ট।
জাতীয় স্তরে এই সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে ৩২৪ আসন। অপরদিকে কংগ্রেস-নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট নেমে আসবে ২০৮ আসনে। যদিও ২০২৪-এর লোকসভা ভোটে তারা পেয়েছিল ২৩৪ আসন। সেবার লোকসভা ভোটে বিজেপি এককভাবে জিতেছিল ২৪০ আসনে, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২-এর থেকে ৩২ কম। তবে এনডিএর মোট আসন ছিল ২৯৩, যা মোদীকে তৃতীয়বার সরকার গঠনের সুযোগ দিয়েছিল।
২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল ২৯ আসন। বিজেপি নেমেছিল ১২-তে এবং কংগ্রেস পেয়েছিল একটি আসন। ভোট-পরবর্তী হিসাব বলছে, তৃণমূল এগিয়ে ছিল ১৯২টি বিধানসভা কেন্দ্রে, বিজেপি ৯০টিতে, কংগ্রেস ১১ এবং সিপিএম ১টিতে।
অন্যদিকে ২০১৯-এ তৃণমূল পেয়েছিল ২২ আসন, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২। বিধানসভা আসনের নিরিখে তখন তৃণমূল এগিয়ে ছিল ১৬৪টিতে, বিজেপি ১২১টিতে, কংগ্রেস ৯টিতে, আর বামেরা ছিল শূন্যে।
সব মিলিয়ে, সমীক্ষার ফল স্পষ্ট করে দিচ্ছে, ২০২৫-এর এই মুহূর্তে বাংলায় লোকসভা নির্বাচন হলে বিজেপি ফের ধাক্কা খাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আগের মতোই নিজেদের দাপট বজায় রাখতে পারবে।