মমতাকে INDIA জোটের মুখ করলে তবেই বিরোধী শিবিরে AAP, অবস্থান স্পষ্ট করলেন কেজরি

চলতি বছরের জুলাইয়ে ইন্ডিয়া জোটের সঙ্গ ছাড়ার ঘোষণা করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

August 20, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২০: চলতি বছরের জুলাইয়ে ইন্ডিয়া জোটের সঙ্গ ছাড়ার ঘোষণা করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কংগ্রেসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করলেও, কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রীতিমতো পরামর্শদাতা হিসাবে মানেন। মমতার কথাতেই তিনি বিরোধী জোটে সামিল হয়েছিলেন বলেও শোনা যায়। (গতকাল) মঙ্গলবার সকালে বিরোধী জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার আনুষ্ঠানিক বৈঠকের আগে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি যান দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien)। সূত্রের খবর, সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক তাঁদের বৈঠক হয়। বিরোধী জোটে না-থাকলেও কেজরিওয়ালের আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক রেখে চলে।

সূত্রের খবর, একান্ত বৈঠকে কেজরি ডেরেককে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যদি ২০২৯ সালের লোকসভা নির্বাচন লড়া হয়, তবেই তাঁর দল বিজেপি বিরোধী জোটে সামিল হবে। বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে পর্যায়ে আছেন, তার সঙ্গে অন্য কোনও দলের নেতাদের তুলনা হয় না বলেই মত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, জানা যাচ্ছে, দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করা, অর্থ সাহায্য, গোজ প্রার্থী দেওয়া ইত্যাদি অভিযোগ করে বৈঠকে ক্ষোভ উগরে দেন কেজরি।

সূত্রের খবর, আপ সুপ্রিমো এদিন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেককে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাব মেনে তাঁর দলের সাংসদরা বিরোধী জোটের প্রার্থীকেই ভোট দেবেন। কেজরি-ডেরেকের এই বৈঠকের পর নিশ্চিতভাবে আপ সাংসদদের ভোট পেতে চলেছেন বিরোধী জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি।

প্রসঙ্গ, নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি, মঙ্গলবারে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করার বৈঠক ইত্যাদিতে আপের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মনে করা হয়, এর নেপথ্যেও তৃণমূল। তৃণমূলই ইন্ডিয়া জোটের সঙ্গে আপের সেতুবন্ধনের কাজ করে। সূত্রের খবর, ডেরেককে কেজরি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এলে তিনি ‘দিদি’র সঙ্গে দেখা করতে যাবেন। রাজনৈতিক বিষয়ে তিনি পর্যালোচনা করবেন বলেও জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen