SIR-এ নাম বাদ পড়লে CAA-ই ভরসা? BJP বিধায়কের পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪০: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া (SIR) চলছে। এই SIR-এ দেশছাড়ার আশঙ্কা থেকে একের পর এক মানুষ আত্মঘাতী হচ্ছেন। আতঙ্ক ছড়িয়েছে মতুয়া জনবসতিতেও। এর মধ্যেই বিতর্কের কেন্দ্রে হরিণঘাটার (Haringhata) বিজেপি (BJP) বিধায়ক অসীম সরকার (Ashim Kumar Sarkar)। সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট ঘিরেই নতুন প্রশ্ন উঠেছে।
অসীম সরকারের দাবিতে দেখা যায়, ”SIR-এ নাম কেটে দিলেও এইটুকু বলতে পারি সিএএ তে আবেদন করলে আপনি নাগরিকত্ব পাবেন এবং ভোটার লিস্টে নাম উঠবেই”। পোস্টটি ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা।

সমালোচনার মুখে বিধায়ক জানান, তিনি শুধু আইন ব্যাখ্যা করেছেন, কোনও সম্প্রদায়কে আলাদা করে কিছু বলেননি। তাঁর বক্তব্য, বিদ্যমান নিয়ম অনুযায়ী ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্মগ্রহণ করা বা ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের ক্ষেত্রে সমস্যা নেই। আর ১৯৮৭ সালের পর থেকে ২০০৪ সালের ডিসেম্বরের মধ্যে জন্ম হলে বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকতে হবে।
অসীম সরকারের দাবি, এই বিধান ধর্মনিরপেক্ষভাবে সবার জন্য প্রযোজ্য। তিনি আরও জানান, সিএএ (CAA) আইনের ৬(বি) ধারা অনুযায়ী ফর্ম জমা দিলেই রিসিট পাওয়ার আগ পর্যন্ত আবেদনকারীর নাগরিক সুবিধা অক্ষুণ্ণ থাকবে। সিএএ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, তাঁর বক্তব্য শুধুই উদ্বাস্তুদের জন্য, বিশেষত যাঁরা দেশভাগের পর ভারতে এসে ২০১৪ সালের শেষ দিন পর্যন্ত এখানে রয়েছেন।
অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত বাইন কটাক্ষ করে বলেন, “এসআইআর-এ নাম বাদ পড়ার পর সিএএ-তে আবেদন করলে নাগরিকত্ব (Citizenship) আর ভোটার নাম? এটা কি সম্ভব? সব ভাঁওতাবাজি।”
মতুয়া সংগঠনের আরেক নেতা রঞ্জিত ঘোষের বক্তব্য, “বিধায়ক কি নির্বাচন কমিশনের প্রতিনিধি? কীভাবে এমন নিশ্চয়তা দেন? বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষ তা বুঝে গেছে।”