কলেজে কোনও বিষয় পড়তে গিয়ে পছন্দ না হলে একই বছরে ভিন্ন বিষয়ে ভর্তি হওয়া যাবে!

কেউ কোনও বিষয় পড়তে শুরু করে যদি দেখেন ভাল লাগছে না, বা অসুবিধা হচ্ছে, তাহলে তিনি ওই বছরেই অন্য কোন পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

December 7, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
— ছবি সৌজন্যে: Deepak Sethi/Getty Images

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উচ্চমাধ্যমিক পাশ করেছেন। কলেজে কোনও বিষয় পড়তে গিয়ে পছন্দ না হলে ভিন্ন বিষয়ে ভর্তি হওয়া যাবে ওই একই বছরে। আবার ধরা যাক, কেউ উচ্চ মাধ্যমিকে ‘সায়েন্স’ নিয়ে পড়াশোনা করেননি, তিনিও অনায়াসে পড়তে পারবেন পদার্থবিদ্যা বা রসায়ন নিয়ে। এমনই সব বদল আসতে চলেছে উচ্চশিক্ষায়। বৃহস্পতিবার খসড়া প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউজিসি।

যদিও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত আসলে উচ্চ শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই না। তাঁর কথায়, ‘ওরা যত বেশি জানে, তত কম মানে।’

কী কী বদল হতে পারে? একই শিক্ষাবর্ষে দু’বার ভর্তি হওয়া যাবে। কেউ কোনও বিষয় পড়তে শুরু করে যদি দেখেন ভাল লাগছে না, বা অসুবিধা হচ্ছে, তাহলে তিনি ওই বছরেই অন্য কোন পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

স্নাতকে কোন বিষয়ে পড়াশোনা করবেন, তা নিয়ে কোনও বাধ্য বাধকতা থাকবে না। অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা না করলেও পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়াশোনা করতে কোন অসুবিধা থাকবে না। সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির পরীক্ষায় পাশ করতে হবে, তাহলেই পড়ার সুযোগ পাওয়া যাবে না।

লিখিত নাকি মৌখিক, কোন পদ্ধতিতে কোন বিষয়ের পরীক্ষা হবে, তা ঠিক করার পূর্ণ স্বাধীনতা থাকবে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। পড়ুয়াদের কতটা উপস্থিতির হার হওয়া উচিত, কতদিন কলেজে উপস্থিত থাকলে পরীক্ষায় বসতে পারবে, তা ঠিক করবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। এতদিন পর্যন্ত যে হার নির্দিষ্ট করা ছিল, তা আর থাকবে না।

এছাড়াও অনলাইনে পড়াশোনার সুযোগ রাখার কথা বলা হয়েছে খসড়ায়। এই পদ্ধতি চালু হলে কর্মরত অবস্থাতেও চাকরি করতে পারবেন পড়ুয়ারা। এছাড়া কেউ চাইলে একই সঙ্গে দুটি বিষয়ে স্নাতকোত্তর পড়তে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen