“বৈধ ভোটারের নাম বাদ গেলে.. আগুন জ্বলবে”, SIR নিয়ে সুকান্তর ‘গুলি চালানো’র কড়া প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের

October 15, 2025 | 2 min read
Published by: Saikat

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১.০৫: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। বাংলায় SIR করতে বাধা দিলে গুলি চালানোর হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বুধবার কলকাতায় বিজেপির তফসিলি উপজাতি মোর্চার ডাকা মিছিল শুরুর আগে সুকান্ত একটি সম্প্রদায়ের নাম করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘SIR-এর বিরোধিতায় রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। বাড়ি-ঘর পোড়ালে…ভাঙচুর করলে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে।’ এর পাল্টা মন্তব্য শোনা গিয়েছে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের মুখে। তিনি বলেন, ‘এক জনও বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না…SIR হলে বাংলার আগুন জ্বলবে।’

বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পথসভা ও মিছিল করে বিজেপি। মিছেলটি দলের জনজাতি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত হরিচন্দ্রসহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব- হাসপাতালে চিকিৎসাধীন শমীক ভট্টাচার্যকে ছাড়া।

মিছিলের আগে কলেজ স্কোয়ারের সামনে দাঁড়িয়ে বক্তৃতা চলাকালীন বিভিন্ন নেতা এসআইআর প্রসঙ্গ তুলে ধরেন। সেখানে সুকান্তের কড়া হুঁশিয়ারিই যেন সব কথা ছাপিয়ে যায়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘সাধারণ মুসলিম ভাইদেরকে, যাঁরা আমাদের ভোট দেন না, তাঁদেরও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। যে রকম মুর্শিদাবাদে নেমেছিল।’’

সুকান্ত আরও বলেন, ‘‘যদি ভাঙচুর করেন, দোকানঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোনও নেতার ছেলের জীবন যাবে না। কেন্দ্রীয় বাহিনী নামলে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবেন। তাঁদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না।’’ তিনি বলেন, ‘‘আগে ভাল করে বুঝুন। মুসলিম হন, হিন্দু হন, যাঁরা ভারতীয়, তাঁদের নাম ভোটার তালিকায় থাকবে।’’

বিপরীতে তৃণমূলের তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, ‘‘আমাদের একটাই বক্তব্য। কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বাদ গেলে আগুন জ্বলে যাবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen