জাতীয় দলে খেলতে চাইলে ঘরোয়া ক্রিকেটে নামতেই হবে”,কড়া নির্দেশ বিসিসিআইয়ের

দলীপ ট্রফির মর্যাদা ফেরাতে নতুন পদক্ষেপ নিল বিসিসিআই(BCCI)।

August 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: দলীপ ট্রফির মর্যাদা ফেরাতে নতুন পদক্ষেপ নিল বিসিসিআই(BCCI)। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় (SOUTH ZONE) দল যখন মহম্মদ সিরাজ, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা কিংবা সাই সুধর্শনদের মতো ভারতীয় দলে থাকা বা কেন্দ্রীয় চুক্তিবদ্ধ তারকাদের বাদ দেয়, তখনই সরব হয় বোর্ড। এর পরই রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি পাঠিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে বিসিসিআই,যে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটার দেশে খেলতে প্রস্তুত, তাদের দলীপ ট্রফিতে অবশ্যই দলে রাখা হবে।

বিসিসিআই এর ক্রিকেট অপারেশনের জেনারেল ম্যানেজার আবে কুরুভিলা এক ই-মেলে লিখেছেন,
“দলীপ ট্রফির ঐতিহ্য রক্ষা করতে এবং প্রতিযোগিতার মান ধরে রাখতে বর্তমানে যে-সব ভারতীয় ক্রিকেটার উপলব্ধ আছেন, তাদের অবশ্যই দলে নিতে হবে। জোনাল কনভেনরদের অনুরোধ করছি এ বিষয়ে গুরুত্ব দিতে।”

তবে সমস্যা অন্য জায়গায়। একাধিক রাজ্য সংস্থা মনে করছে, জাতীয় দলে খেলা ক্রিকেটারদের আসলে ‘ইন্ডিয়া এ’ বা বোর্ড প্রেসিডেন্টস একাদশে খেলানো উচিত। কারণ, তারা যদি দলীপ বা দেওধর ট্রফিতে নামেন, তাহলে যে-সব দেশীয় ক্রিকেটার সারা বছর ভালো পারফর্ম করছেন, তাদের সুযোগ কেড়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল কোনও ক্রিকেটার যদি আন্তর্জাতিক দায়িত্বে না থাকেন, তবে তাঁকে অবশ্যই দেশের ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে হবে। চুক্তিবদ্ধ হোক বা না হোক, ভারতীয় দলে খেলতে হলে দেশীয় ম্যাচে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। একমাত্র কোচ ও নির্বাচক প্রধানের সদস্যদের সুপারিশ এবং বোর্ডের অনুমোদন সাপেক্ষে ছাড় মিলতে পারে।

এই নীতির জেরেই এবার দলীপ ট্রফির মতো টুর্নামেন্টে বড় তারকারা মাঠে নামছেন। ইতিমধ্যেই শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, আকাশ দীপ, মহম্মদ শামি ও শ্রেয়স আইয়ারদের নাম ঘোষিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen