পুজোর পর ফিরছে IFA Shield, কবে থেকে শুরু হবে শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: চার বছর পর ফিরতে চলেছে শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট আইএফএ শিল্ড (IFA Shield)। পুজো শেষ হলেই শুরু হবে এই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট। শনিবার আইএফএ (IFA) সচিব অনির্বাণ দত্ত টুর্নামেন্টের ঘোষণা করেন। ৮ অক্টোবর থেকে শুরু হবে শিল্ড। এবার ছটি দল নিয়ে হবে টু্র্নামেন্ট। কলকাতার তিন প্রধানের পাশাপাশি থাকবে ডায়মন্ড হারবার ও আই লিগের দুটি ক্লাব।
শিল্ড আয়োজনের জন্য সময় চেয়ে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা AIFF-কে চিঠি দিয়েছিল। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জবাব মিলতেই শিল্ড আয়োজন শুরু হয়েছে। অনির্বাণ দত্ত জানান, তিনটে আই লিগ এবং তিনটে আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। তিনটে আইএসএল দল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান। তিন আই লিগ দলও খেলবে। ডায়মন্ড হারবার আগ্রাধিকার পাবে। বাকি দুই দলের নাম খুব শীঘ্র ঘোষণা করা হবে। ছটি দলকে দুটো গ্রুপে বিন্যস্ত করা হবে। প্রতি গ্রুপে তিনটি করে দল থাকবে। গ্রুপ লিগের সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
উল্লেখ্য, ২৫ অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে। ফলে তার আগেই শিল্ড শেষ করতে হবে। ২০ অক্টোবর কালীপুজো। আইএফএ ৮ অক্টোবর থেকে শিল্ড শুরু করে ১৭-১৮ অক্টোবরের মধ্যে শেষ করে ফেলতে চাইছে।