হিট ওয়েভ উপেক্ষা করে প্রচার, মমতার হাত শক্ত করার আর্জি মালার

কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় বিকেলে বেরিয়ে পড়েন প্রচারে।

April 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মমতার হাত শক্ত করার আর্জি মালার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চড় চড় চড়ছে পারদ, শহরজুড়ে হিট ওয়েভ। তারই মধ্যে প্রচার সারছেন কলকাতার দুই লোকসভা আসনের প্রার্থীরা। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় বিকেলে রোড শো করলেন পঞ্চানতলায়। সিপিএম প্রার্থী সায়রা হালিম চৌবাগা পশ্চিমে পায়ে হেঁটে প্রচার করলেন। বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী প্রচার সারলেন ভবানীপুরের জৈন মন্দিরে।

কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় বিকেলে বেরিয়ে পড়েন প্রচারে। কলকাতা পুরসভার ৯০ নম্বর ওয়ার্ডে পঞ্চাননতলা থেকে তিনি মিছিল আরম্ভ করেন। জনসাধারণকে বলেন, আপনার একটা ভোট মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার ছিলেন প্রার্থীর সঙ্গে। ৯৩ নম্বর ওয়ার্ডে কর্মীসভায় যোগ দেন মালা রায়।

প্রচারে পিছিয়ে নেই কলকাতা উত্তরের প্রার্থীরাও। উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সকালে প্রচারে বেরিয়েছিলেন। শ্যামপুকুর তারপর বেলা গড়াতে মুক্তারামবাবু স্ট্রিটে শীতলা মন্দিরে পুজো দেন। সন্ধ্যায় বউবাজার ও বেলেঘাটা সিআইটি মোড়ে প্রচার করেন। কলকাতা উত্তর কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য বিকেলে রাজাবাজার থেকে মিছিল করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen