IIT KGP: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে নতুন পাঠ্যক্রম আনছে আইআইটি খড়গপুর

November 9, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: আইআইটি খড়গপুর (IIT KGP) এবার শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও জীবনের ভারসাম্য রক্ষায় দুইটি নতুন কোর্স চালু করতে চলেছে, ‘লাইফ স্কিলস’ ও ‘জয় এন্ড সাকসেস’। একাধিক আত্মহত্যার ঘটনার পর এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ‘লাইফ স্কিলস’ কোর্সটি প্রথম বর্ষের সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হবে, আর ‘জয় এন্ড সাকসেস’ কোর্সটি উচ্চ বর্ষের শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক থাকবে।

খড়গপুর কর্তৃপক্ষের আশা, এই কোর্সগুলি শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও মানসিক স্থিরতা বৃদ্ধি করবে, যাতে তারা শুধু পড়াশোনাতেই নয়, জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও সফলভাবে সামলে উঠতে পারে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সেনেটের অনুমোদন পাওয়ার পর কোর্স দু’টি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানা গিয়েছে।

গত ন’মাসে আইআইটি খড়গপুরে ৫ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা প্রতিষ্ঠানজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাগুলি তদন্তে গঠিত বিশেষজ্ঞ কমিটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর জানিয়েছে, ৮০ শতাংশের বেশি শিক্ষার্থীই অতিরিক্ত পারিবারিক প্রত্যাশা, এবং ইন্টার্নশিপ ও প্লেসমেন্টের চাপে মানসিক চাপের শিকার হচ্ছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, আজকের প্রজন্মের বড় হওয়ার প্রক্রিয়ায় সামাজিক মাধ্যম ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, যার ফলে বাস্তব সামাজিক দক্ষতা ও আবেগ নিয়ন্ত্রণের চর্চা কমে যাচ্ছে। তাই এই পাঠ্যক্রম অপরিহার্য হয়ে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen