“শিগগিরই বুটজোড়া তুলে রাখব”— অশ্রুসজল কণ্ঠে অবসরের ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর !

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৭: বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সমাপ্তি আসন্ন। ফুটবলের রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার নিজেই জানালেন, খুব শিগগিরই তিনি বুটজোড়া তুলে রাখবেন। পিয়ার্স মরগানের একান্ত সাক্ষাৎকারে রোনাল্ডো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও অবসরের ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
৪০ বছর বয়সী রোনাল্ডো, যিনি ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে অবিশ্বাস্য ৯৫২টি গোল করেছেন, তিনি বলেছেন, “শীঘ্রই অবসর নেব। কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত। কঠিন হবে, অবশ্যই হবে। হয়তো কাঁদবও। কিন্তু আমি আমার ভবিষ্যতের জন্য বহু বছর ধরে নিজেকে তৈরি করেছি।”
তিনি আরও জানান, ফুটবল ছেড়ে দেওয়ার পর নিজের পরিবার এবং ব্যক্তিগত জীবনকে আরও বেশি সময় দিতে চান। “গোল করার যে অ্যাড্রেনালিন, তার সঙ্গে কিছুই তুলনা করা যায় না,” বললেন রোনাল্ডো, “কিন্তু জীবনের সব কিছুরই শুরু আছে, শেষও আছে। এবার আমার পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাই, সন্তানদের বড় হতে দেখতে চাই।”
রোনাল্ডো আরও বলেন, “ক্রিশ্চিয়ানো জুনিয়র এখন এমন বয়সে আছে যখন ছেলেরা অনেক ভুল করে। আমি নিজেও তেমন ছিলাম। তাই আমি ওর পাশে থাকতে চাই।”
স্পোর্টিং লিসবন থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং এখন আল নাসের প্রতিটি পর্যায়েই রোনাল্ডো ফুটবলে লিখেছেন সোনালি ইতিহাস। তিনটি প্রিমিয়ার লিগ, পাঁচটি ব্যালন ডি’অর এবং অসংখ্য রেকর্ডের মালিক এই তারকা এখন শেষ অধ্যায়ের সামনে।
প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান পরিস্থিতি নিয়ে রোনাল্ডো বলেন, “তারা এখন কঠিন সময় পার করছে। কিন্তু ম্যান ইউ সবসময় আমার হৃদয়ে থাকবে।”
এক যুগের শ্রেষ্ঠ ফুটবলার হয়তো শিগগিরই বিদায় নেবেন, কিন্তু তাঁর কিংবদন্তি থেকে যাবে অমর— ফুটবলের প্রতিটি প্রজন্মের প্রেরণায়।