SIR চাপিয়ে দেওয়া হলে ভারতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, মত তৃণমূল সাংসদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.০৫: পুজোর পরে বাংলায় বিহারের মতো SIR-এর কর্মসূচি শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রস্তাবিত এসআইআর-এর বিরুদ্ধে প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার হুগলির চুঁচুড়া রবীন্দ্রনগর কালীতলায় এসআইআর ও সিএএ-র প্রতিবাদসভায় এমন হুঁশিয়ারি দিলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। তিনি বলেন, এসআইআর চাপিয়ে দেওয়া হলে ভারতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
মমতাবালা ঠাকুরের দাবি, “আইন পরিবর্তন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। নেপালে কী হয়েছে দেখেছেন তো, চ্যালেঞ্জ করে বলছি তাহলে আগামিতে ভারতবর্ষেও সেটা হবে। মোদী-অমিত শাহ সেটা যেন জেনে রাখেন। আমরা সবরকমভাবে চেষ্টা করব বাধা দেওয়ার। একজনেরও নাগরিকত্ব বাতিল হলে আমরা তাঁদের পাশে থাকব।”
কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে একহাত নিয়ে মমতাবালা বলেন, “কেন্দ্র সরকার একটার পর একটা আইন করে মতুয়া সম্প্রদায়ের মানুষকে গোলামে পরিণত করতে চাইছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ। মতুয়া আদর্শ বিজেপি-আরএসএসের সঙ্গে মেলে না। আইনের মাধ্যম দিয়ে এরা ধ্বংস করতে চাইছে।” জানান, বিভিন্ন বিধানসভায় প্রতিবাদ চলছে। তিনি আরও বলেন, “১৯ অক্টোবর বড়মার জন্মোৎসবে রাত বারোটার পর ঘোষণা করব কলকাতার বুকে আমরা কবে বৃহত্তর আন্দোলনে নামব। প্রয়োজনে আমরা দিল্লি যাব।”