BGBS: মমতা দিদি’র আতিথেয়তায় আপ্লুত, বাংলা ও ঝাড়খণ্ডের সম্পর্ক আরও মজবুত হবে, জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চেয়ারম্যান তথা সেরাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সম্পর্ক যথেষ্ট ভালো।

February 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকে মমতার প্রশংসায় পঞ্চমুখ জল জাৰখনের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জানালেন মমতা দিদির আতিথেয়তায় আপ্লুত তিনি এবং তাঁর সহধর্মিনী তথা গাণ্ডে বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্পনা সরেন।

বুধবার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সন্ধ্যায় সায়েন্স সিটির বিপরীতে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ঝাড়খন্ডের প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনে গিয়ে হেমন্তপত্নী বলেন, মমতা দিদি’র আতিথেয়তায় আমরা আপ্লুত। এই শিল্প সম্মেলন বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে নতুন সম্পর্কের সূচনা করল। এর জেরে দুই রাজ্যের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চেয়ারম্যান তথা সেরাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সম্পর্ক যথেষ্ট ভালো। প্রসঙ্গত, কিছু মাস আগেই দ্বিতীয়বার জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত। তার শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের মঞ্চ ব্যবহার করে বাংলার বাণিজ্য সম্মেলনে উপস্থিত শিল্পোদ্যোক্তাদের কাছে ঝাড়খণ্ডে বিনিয়োগের আর্জি জানিয়ে গেলেন হেমন্ত। তাঁকে এই বিশ্ব মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য মমতাকে ধন্যবাদ জানিয়ে, তিনি বলেন, ‘বাংলা এবং ঝাড়খণ্ডের প্রচুর মিল রয়েছে। ৪০ শতাংশের বেশি খনিজ পদার্থ ঝাড়খণ্ডে পাওয়া যায়। শিল্প সম্ভাবনা থাকা আমাদের রাজ্যে বহু বিনিয়োগ হচ্ছে। কিন্তু আরও কিছু বিনিয়োগ আসলে আমরা অনেকটা এগোতে পারি। এখানে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে আমাদের রাজ্যে আমন্ত্রণ জানাচ্ছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen