ইমরান বেঁচে আছেন, মৃত্যুর খবর ‘ভিত্তিহীন’ বলল পাক প্রশাসন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: বুধবার জল্পনা ছড়িয়েছিল, পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে খুন করা হয়েছে। সেই জল্পনা নস্যাৎ করল জেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সুস্থ আছেন। ইমরানের মৃত্যুর খবর ‘ভিত্তিহীন’ এবং তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেল প্রশাসন। উল্লেখ্য, বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক ক্যাপ্টেন তথা তেহরিক-ই-ইনসাফের প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় দুই বছর যাবৎ জেলবন্দি।
বিবৃতিতে বলা হয়েছে, সম্পূর্ণ সুস্থ আছেন ইমরান। তাঁকে আদিয়ালা জেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন সংবাদের কোনও সত্যতা নেই। ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করা ইমরানের বোন ও সমর্থকদের সঙ্গে বৈঠকে বসে পুলিশ। ইমরানের সঙ্গে দেখা করার দাবিতে তিন বোন ও পিটিআই সমর্থকরা আদিয়ালা জেলের বাইরে গোরখপুর চেকপোস্টে বিক্ষোভ দেখাচ্ছিলেন। জানা যাচ্ছে, ইমরানের বোন আলিমা খান আলোচনায় সন্তুষ্ট হয়ে অবস্থান তুলে নিয়েছেন। তাঁদের সঙ্গে ইমরানের যোগাযোগ করিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
বুধবার, স্বঘোষিত বালুচিস্তানের বিদেশ মন্ত্রক জানায়, পাক ফিল্ড মার্শাল আসিম মুনির ও আইএসআই ইমরানকে হত্যা করেছেন। বালুচিস্তানের বিদেশ মন্ত্রকের দাবি, জেলের অন্দরে নির্মম অত্যাচার করে ইমরানকে হত্যা করা হয়েছে। এখন জানা যাচ্ছে এ খবর সত্যি নয়।