‘নির্বাচনী বন্ড’ মামলায় শীর্ষ আদালত কে ‘নাক না গলানোর’ বার্তা দিলো কেন্দ্র, উঠছে প্রশ্ন

নির্বাচনী বন্ডের উৎস তথ্যের অধিকার আইন অনুযায়ী আমজনতার জানার অধিকার নেই, সোমবার নির্বাচনী বন্ড’ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে এমনই দাবি করল দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি

October 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজনৈতিক দলগুলির অনুদান তথা নির্বাচনী বন্ডের উৎস তথ্যের অধিকার আইন অনুযায়ী আমজনতার জানার অধিকার নেই, সোমবার নির্বাচনী বন্ড’ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে এমনই দাবি করল দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। তিনি যুক্তি দেন, সংবিধান আম জনতাকে সবকিছু জানার অধিকার দেয় না। বিশেষ ক্ষেত্রে যুক্তিসঙ্গত গোপনীয়তার প্রসঙ্গ তোলেন তিনি।

২০২১ সালে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা ভোটের আগে নির্বাচনী বন্ডের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। মামলাকারীরা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলির অবৈধ এবং বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে। এর ফল গণতন্ত্র ধ্বংস হবে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এর আগে এই মামলা উঠেছিল। এর পর তা বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়। সেই মতো ৩১ অক্টোবরে শুরু হবে শুনানি। প্রয়োজনে ১ নভেম্বরও শুনানি হতে পারে। সোমবার কি অ্যাটর্নি জেনারেলের এদিনের বক্তব্যের মাধ্যমে শীর্ষ আদালত এই মামলায় না ‘নাক গলানোর’ বিশেষ বার্তা দিলো কেন্দ্র, উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen