আবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, নেতার দুর্নীতির বিরুদ্ধে সরব কর্মীরা

দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে জানাবেন বলেও দাবি করেন রূপম। এদিকে ঘটনার প্রেক্ষিতে কটাক্ষের সুর তৃণমূলের গলায়।

June 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোটের ফল প্রকাশ হতেই বিভিন্ন এলাকাতে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল সামনে এসেছে। দল ছেড়ে তৃণমূলে ‘ফেরা’র হিড়িক উঠেছে দিকে দিকে। এই আবহে এবার বিজেপির ‘দুর্নীতিগ্রস্ত’ নেতার বিরুদ্ধে সরব হলেন দলের কর্মী, সমর্থকরাই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদীনিপুরের (west midnapore) চন্দ্রকোনা-২ ব্লকের ঝাঁকরায়। মঙ্গলবার এলাকার বিজেপি নেতা রূপম মল্লিকের বাড়িতে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মী-সমর্থকরা।

কর্মীদের অভিযোগ, এলাকায় বিজেপির যিনি মুখ, সেই দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক রূপম মল্লিক দুর্নীতিগ্রস্ত। তাই সেখানে ভোটে হারতে হয়েছে দলকে। এই কারণেই তাঁর বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন দলীয় কর্মীরা। রূপম মল্লিকের বিরুদ্ধে স্লোগানও ওঠে। রূপমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকারী কর্মীদের অভিযোগ, ‘এলাকার প্রবীণ বিজেপি কর্মীর বাড়িতে গুন্ডা নিয়ে গিয়ে মারধর করে এসেছেন। সাংগঠনিক স্তরে মৌখিক, লিখিত অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। ওনার দুর্নীতির জন্য এলাকায় দলটা শেষ হয়ে যাচ্ছে।’

এদিকে শুধউ রূপম নন, বিক্ষোভকারীদের অভিযোগের তির চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের সভাপতির বিরুদ্ধেও। তাঁদের অভিযোগ, মণ্ডল সভাপতি রূপমের সঙ্গে জড়িত। কর্মীদের দাবি, পুরনো বিজেপি কর্মীদের সরিয়ে দিচ্ছেন তাঁরা। পুরোনো কর্মীদের সামাজিক ও রাজনৈতিক ভাবে কোণঠাসা করছেন রূপম। এর বিরুদ্ধে আওয়াজ উঠলেই চালানো হচ্ছে হামলা।

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন রূপম নিজে। তাঁর দাবি, দলের বিক্ষুব্ধ গোষ্ঠী এই বিক্ষোভ প্রদর্শন করছে। দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে জানাবেন বলেও দাবি করেন রূপম। এদিকে ঘটনার প্রেক্ষিতে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে বলেন, ‘বিজেপির বিষয়ে মন্তব্য করার কিছুই নেই। কারণ বিজেপিকে আমরা কোনও দল বলেই মনে করি না। এই ধরনের আচরণের জন্যেই বিজেপি থেকে মুখ ফিরিয়েছে সাধারণ মানুষ।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen