রানাঘাটে চোরাস্রোত: মুকুটমণির সঙ্গেই মতুয়ারা, চিন্তা বাড়ছে BJP-র?
মতুয়া ভোট ব্যাঙ্কে ভরসা করেই উনিশের লোকসভা ভোট পেরিয়েছিলেন জগন্নাথ কিন্তু এবার সেখানে উল্টো স্রোত বইছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জেতা আসন ধরে রাখা যাবে তো? রানাঘাটে এখন এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে। রীতিমতো চাপে পড়েছেন রানাঘাট কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। রানাঘাট মতুয়া অধ্যুষিত এলাকা। মতুয়া ভোট ব্যাঙ্কে ভরসা করেই উনিশের লোকসভা ভোট পেরিয়েছিলেন জগন্নাথ কিন্তু এবার সেখানে উল্টো স্রোত বইছে।
রানাঘাটে মুকুটমণি অধিকারীকে (Mukut Mani Adhikari) প্রার্থী করেছে তৃণমূল (TMC)। তিনি নিজেও মতুয়া এবং মতুয়া মহাসংঘের একাধিক পদ সামলেছেন। তাঁর নির্বাচনী প্রচারে স্বতঃস্ফূর্ত ভাবে মতুয়াদের রাস্তায় নামতে দেখা যাচ্ছে। জগন্নাথের ক্ষেত্রে সে দৃশ্য চোখে পড়ছে না। মতুয়াদের ছাড়া লড়াইয়ে কী জিততে পারবেন জগন্নাথ, এ প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে।
অন্যদিকে, সিএএ (CAA) লাগু হয়েছে। মতুয়ারা (Matua) এর বিরুদ্ধে পথে নেমেছেন। তাঁদের দাবি, নিঃশর্ত নাগরিকত্ব। সিএএ লাগু হতেই মতুয়াদের আর বিজেপির পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না। জগন্নাথের প্রচারে বিজেপির কর্মী ও সমর্থকেরা আছেন, কিন্তু মতুয়ারা নেই। বিমুখ হয়েছেন মতুয়ারা। তবে কি রানাঘাটে বদলাচ্ছে সমীকরণ?