মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের দত্তক নেওয়া গ্রামে চিকিৎসার অভাবে প্রাণ গেল দুই শিশুর, মিলল না অ্যাম্বুলেন্সও!

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গড়চিরৌলির আহেরি তালুকে।

September 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মর্মান্তিক। বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রের গদচিরোলিতে চিকিৎসাব্যবস্থার গাফিলতিতে তিলে তিলে শেষ হয়ে গেল দুটি তরতাজা শিশুপ্রাণ! তাদের প্রাণহীন দেহ বাড়ি আনার জন্য জোটেনি অ্যাম্বুলেন্সও। বাধ্য হয়ে মৃত সন্তানদের কাঁধে চাপিয়ে হেঁটেই ১৫ কিলোমিটার দূরে বাড়ির পথ ধরলেন বাবা-মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গড়চিরৌলির আহেরি তালুকে।

সুশাসনের গালভরা আশ্বাস দিয়ে এই জেলা দত্তক নিয়েছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। তারপরও দুর্দশা ঘুচল না দুঃস্থ পরিবারের। এই অমানবিক ঘটনা প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরব বিরোধীরা। দুই সন্তানের দেহ কাঁধে নিয়ে দম্পতির হেঁটে চলার ভিডিওটি শেয়ার করে রাজ্যের বিজেপি, শিবসেনা ও এনসিপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা বিজয় ওয়াডেট্টিয়ার।

ওই হতভাগ্য দম্পতির পরিচয় পাওয়া যায়নি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কাদামাখা পথ। তারমধ্যে দিয়েই প্রাণহীন দুই সন্তানকে নিয়ে এগিয়ে চলেছেন মা-বাবা। তাঁদের চোখে জল। বিজয় ওই ভিডিও শেয়ার করতেই সমালোচনা ঝড় উঠেছে। তিনি লিখেছেন, উপ মুখ্যমন্ত্রীর দত্তক নেওয়া জেলার বেহাল স্বাস্থ্যব্যবস্থার প্রকৃত ছবি ফের প্রকাশ্যে চলে এল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen