প্রতি তিনজনের একজন! পঞ্চম দফায় ৩৩ শতাংশই কোটিপতি প্রার্থী?

৫ কোটি টাকা বা তার বেশি টাকার সম্পদ রয়েছে ৮৬ জনের।

May 14, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি: নিজস্ব

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী ২০ মে গোটা দেশে পঞ্চম দফার নির্বাচন, ৪৯টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ জানাচ্ছে, পঞ্চম দফায় সারা দেশে মোট ৬৯৫ জন প্রার্থীর মধ্যে ২২৭ জনই কোটিপতি। শতাংশের হিসেবে ৩৩ অর্থাৎ প্রতি তিনজনে একজন কোটিপতি!

৫ কোটি টাকা বা তার বেশি টাকার সম্পদ রয়েছে ৮৬ জনের। ২ থেকে ৫ কোটি টাকার সম্পদ রয়েছে ৭৩ জনের। পঞ্চম দফায় বাংলার সাতটি লোকসভা আসন ভোট। আরামবাগ, বনগাঁ, বারাকপুর, হুগলি, হাওড়া, শ্রীরামপুর ও উলুবেড়িয়ার মোট ৮৮ জন প্রার্থীর মধ্যে স্থাবর ও অস্থাবর মিলিয়ে শীর্ষে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মোট সম্পদের পরিমাণ ৩৫ কোটি টাকা। শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তালিকায় দ্বিতীয় স্থানে, তাঁর সম্পত্তির পরিমাণ ৩০ কোটি। তৃতীয় স্থানে রয়েছেন বনগাঁ কেন্দ্রের নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার, সম্পদ ২২ কোটি টাকা। বাংলায় প্রতি চার প্রার্থীর একজন অর্থাৎ ২৩ শতাংশ কোটিপতি।

তথ্য বলছে, সম্পত্তি বৃদ্ধির নিরিখে সব দলকে পিছনে ফেলেছে বিজেপি। সম্পদ বৃদ্ধিতে শীর্ষে বনগাঁর বিদায়ী সাংসদ ও বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, ২০১৯ সালে বিজেপি প্রার্থী জানিয়েছিলেন, তাঁর মোট সম্পদের পরিমাণ ৫২ লক্ষ ৬৫ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে ৩.৩৪ কোটি টাকা। সম্পদ বেড়েছে ২.৮১ কোটি অর্থার ৫৩৬ শতাংশ! বারাকপুরের বিদায়ী সাংসদ ও বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সম্পত্তি বেড়েছে ২৪১ শতাংশ।

বাংলায় এই দফায় বিজেপির সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের বিরুদ্ধেই গুরুতর অভিযোগে মামলা চলছে। সিপিএমের ৪০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে মামলা। ৮৮ জন প্রার্থীর মধ্যে ৪৪ শতাংশ বা অর্ধেকরই পড়াশোনার দ্বাদশ পর্যন্ত।পঞ্চম দফাতে মহিলা প্রার্থীর সংখ্যা নগন্য, মাত্র ১২ শতাংশ। ৬৯৫ জনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৮২। বাংলায় মহিলা প্রার্থীর সংখ্যা ৪০ জন, তৃণমূলের ৬ জন। বিজেপি ও সিপিএমের ৪ জন করে মহিলা প্রার্থী রয়েছেন পঞ্চম দফায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen