পঞ্চমে ৫৭ শতাংশ বুথই স্পর্শকাতর! ‘টাফেস্ট ফিফথ’ সামলাতেই কী কৌশল কমিশনের?

৬১৩ কোম্পানি বাহিনীর পরিবর্তে এই দফায় ৬৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। বুথের বাইরে থাকবে ৫৬৭টি কুইক রেসপন্স টিম।

May 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
পঞ্চম দফাই নাকি বঙ্গের সবচেয়ে উত্তেজনাপ্রবণ দফা, প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কমিশনের কর্তাদের দাবি, পঞ্চম দফাই নাকি বঙ্গের সবচেয়ে উত্তেজনাপ্রবণ দফা। ভোট নির্বিঘ্নে মেটানোকে আপাতত চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে কমিশন।

এই দফাতে অন্তত দু’টি কেন্দ্রে ৮০ শতাংশের বেশি বুথ স্পর্শকাতর। শেষ মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ৬১৩ কোম্পানি বাহিনীর পরিবর্তে এই দফায় ৬৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। বুথের বাইরে থাকবে ৫৬৭টি কুইক রেসপন্স টিম। সামগ্রিকভাবে বাংলায় মোতায়েন থাকবে ৭৯৯ কেন্দ্রীয় বাহিনী। এই দফায় ৭টি আসনের মোট ১৩ হাজার ৪৮১টি বুথের মধ্যে ৫৭ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৭১১টি বুথ স্পর্শকাতর। প্রথম দফায় স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল ১৪.৫২ শতাংশ, দ্বিতীয় দফায় ৩২.১৯ শতাংশ, তৃতীয় দফায় ৪০.২১ শতাংশ এবং চতুর্থ দফায় স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল ২১.৩৫ শতাংশ।

কমিশনের তথ্য অনুযায়ী, হুগলি কেন্দ্রে মোট ২০৪৮টি বুথের মধ্যে ১৭৮৭টি বুথ অর্থাৎ প্রায় ৮৭.২৫ শতাংশ বুথ স্পর্শকাতর চিহ্নিত হয়েছে। আরামবাগ কেন্দ্রে ২০৭৮টি বুথের মধ্যে ১৭৭০টি বুথ অর্থাৎ ৮৫.১৭ শতাংশ বুথ এবার স্পর্শকাতর। বারাকপুরে ৬৭.১৯ শতাংশ এবং শ্রীরামপুর কেন্দ্রে মোট বুথের মধ্যে ৫৯.৫৩ শতাংশ স্পর্শকাতর। খবর পাওয়া যাচ্ছে, হুগলি গ্রামীণে সর্বোচ্চ ১৮১ কোম্পানি, হাওড়া গ্রামীণে ১১১ কোম্পানি, বারাসত পুলিশ জেলায় ২১ কোম্পানি, বারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাভুক্ত এলাকায় ৬৫ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ১৮ কোম্পানি, বনগাঁ পুলিশ জেলায় ৫৫ কোম্পানি, চন্দননগর পুলিশ কমিশনারেটে ৬৪ কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেটে ৮১ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২৪ কোম্পানি এবং বনগাঁ কেন্দ্রের অন্তর্গত রানাঘাট এলাকায় ৩০ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen