প্লাটিনাম জুবিলি বর্ষে চন্দননগরের বেশোহাটা ও বাগবাজার চৌমাথা সেজে উঠেছে জগদ্ধাত্রী পুজোর আয়োজনে

দু’জায়গাতে দেবীর মূর্তি সাবেকি। মণ্ডপসজ্জা ও প্রতিমার সাজসজ্জা হচ্ছে থিমের।

November 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে সাজ সাজ রব চন্দননগরে। প্লাটিনাম জুবিলি বর্ষে চন্দননগরের দুই পুজো সেজে উঠেছে। প্রতিমার সাজ থেকে মণ্ডপসজ্জা, একে অপরকে টেক্কা দিতে কোমর বেঁধেছে মণ্ডপগুলো। চোখ ধাঁধানো আলোর বাহার ও বিসর্জনের শোভাযাত্রার আড়ম্বর তো থাকছে। চন্দননগরের বেশোহাটা ও বাগবাজার চৌমাথা ৭৪ বছর ধরে জগদ্ধাত্রী পুজো করছে। পুজো দুটি বারবার একাধিক পুরস্কার পেয়েছে। থিমের পুজো করছে তারা। দু’জায়গাতে দেবীর মূর্তি সাবেকি। মণ্ডপসজ্জা ও প্রতিমার সাজসজ্জা হচ্ছে থিমের।

ফরাসি চন্দননগরে একদা গড়ে উঠেছিল বাগবাজার। শহরের অন্যতম বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজো হয় চৌমাথায়। ১৫ ফুটের প্রতিমা মূল আকর্ষণ। বাগবাজার চৌমাথার থিম, জোতির্বিদ্যা ও জ্যোতিষ। বাগবাজারের এবারের সাজের থিম ‘রাশিচক্র’। বারোটি রাশিকে ঘিরে দেবীর শোলার সাজ। বনকাপাশির সেই সাজও এবারের পুজোর বাড়তি আকর্ষণ। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানে আলোর রোশনাই।

চন্দননগরের বেশোহাটা সর্বজনীন এবার প্লাটিনাম জুবিলি পালন করছে। আলোকসজ্জা থেকে প্রতিমার সাজ, মণ্ডপ থেকে আয়োজনে অন্যদের টেক্কা দিতে প্রয়াস চলছে। বেশোহাটায় এবার মণ্ডপের থিম, ‘বন্দে ব্রতকথামঃ’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen