উত্তরাখণ্ডে হড়পা বানে মৃত ৪, নিখোঁজ বহু
জলের তোড়ে কয়েক সেকেন্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ও গাড়ি। ভেসে গিয়েছেন বহু মানুষ। এর ফলে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৫০: আবারও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি ‘দেবভূমি’। মঙ্গলবার দুপুরে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরলী গ্রামে হঠাৎ করেই মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস নামে। উঁচু পাহাড় থেকে বন্যার আকারে নেমে আসতে থাকে কাদা মাটি পাথরের ধ্বংসাবশেষ। জলের তোড়ে কয়েক সেকেন্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ও গাড়ি। ভেসে গিয়েছেন বহু মানুষ। এর ফলে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। নিখোঁজের সংখ্যা প্রায় ৫০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ধরালি গ্রামে ২০ থেকে ২৫টি হোমস্টে ও হোটেল রয়েছে যার প্রায় সবই হড়পা বানে তলিয়ে গেছে। আর একটি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই হড়পাবানের গ্রাস থেকে রক্ষা পায়নি উত্তরাখণ্ডের হর্ষিলের সেনা ক্যাম্প। ভেসে যান আট থেকে ১০ জন সেনা জওয়ান। তারাও নিখোঁজ।
ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে এসডিআরএফ ও এনডিআরএফ-এর টিম। প্রধানমন্ত্রী এই ব্যাপক ক্ষয়ক্ষতির খবরে শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে বিষয়টি নিয়ে আপডেট জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।