৩১ জুলাইয়ের মধ্যে ITR Filing না করলে কাদের, কত টাকা জরিমানা হবে জানেন?  

সেই ক্ষেত্রে অবশ্য সবার সমান জরিমানা করবে না সরকার। আয়কর বিভাগের বিভিন্ন আয়ের স্ল্যাবের জন্য ভিন্ন করের হার রয়েছে। 

July 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ITR Filing না করলে কাদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩১ জুলাই ২০২৪-এর মধ্য়ে আয়কর রিটার্ন দাখিল না করলে দিতে হবে জরিমানা। সেই ক্ষেত্রে অবশ্য সবার সমান জরিমানা করবে না সরকার। আয়কর বিভাগের বিভিন্ন আয়ের স্ল্যাবের জন্য ভিন্ন করের হার রয়েছে। 

জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার বিস্তারিত তথ্য  

সময়সীমা:

  • ৩১ জুলাই, ২০২৪: ২০২২-২০২৩ অর্থবছরের জন্য।
  • ৩১ ডিসেম্বর, ২০২৪: ‘বিলেটেড’ আয়কর রিটার্ন দাখিলের জন্য।

জরিমানা:

  • দেরিতে দাখিলের জন্য:
    • আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত: ১,০০০ টাকা
    • আয় ৫ লক্ষ টাকার বেশি: ৫,০০০ টাকা
  • অতিরিক্ত জরিমানা:
    • সুদের চার্জ
    • সময়মত রিটার্ন দাখিলকারীদের জন্য উপলব্ধ সুবিধা হারানো

এছাড়াও, আয়কর বিভাগ করদাতা ব্যক্তিদের সময়মতো আয়কর রিটার্ন ফাইল করার জন্য জানান দেয়। এক্ষেত্রে, আয়কর রিটার্ন দাখিল করতে ভুলে যাওয়াকে অ-সম্মতি হিসাবে বিবেচনা করে। যেমন দায় নিষ্পত্তিতে ব্যর্থতা বা ITR ফাইলে অবহেলা করলে জরিমানা হতে পারে।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen