Income Tax: ৪-৮ লাখ, ৮-১২ লাখে ট্যাক্স, আর ১২ লাখ টাকা পর্যন্ত কর শূন্য! ব্যাপারটা কী?

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষিত বাজেটে নতুন ট্যাক্স স্ল্যাব দেখে মধ্যবিত্তদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

February 8, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয় কর। ৪-৮ লাখ এবং ৮-১২ লাখ পর্যন্ত আয়ে দিতে হবে ট্যাক্স। ব্যাপারটা ঠিক কী? অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষিত বাজেটে নতুন ট্যাক্স স্ল্যাব দেখে মধ্যবিত্তদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

নতুন ট্যাক্স স্ল্যাব অনুযায়ী, ৪-৮ লাখ টাকা আয়ে ৫ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে। ৮- ১২ লাখ বার্ষিক আয়ে করের হার ১০ শতাংশ। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হল কীভাবে? অন্যদিকে বার্ষিক ১২-১৫ লাখ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ, ১৬-২০ লাখ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০-২৪ লাখ টাকা আয়ে ২৫ শতাংশ এবং ২৫ লাখ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ হারে ট্যাক্স স্ল্যাব রাখা হয়েছে।

করদাতাদের মধ্যে অনেকে জানতে চাইছেন, কারও বেতন যদি ১৩ লাখ টাকা হয়, সেক্ষেত্রেও কী ১ লাখের উপর ট্যাক্স দিতে হবে? না কি ১৫ শতাংশ হারেই ট্যাক্স দিতে হবে?

এর উত্তরে বলা যায়, বাজেটের স্মারকলিপি অনুসারে, অর্থমন্ত্রী কর ছাড়ের সীমা বাড়িয়েছেন, মৌলিক ছাড় নয়। এর অর্থ হল যদি আপনার বার্ষিক আয় ১২.৭৫ লক্ষ টাকার বেশি হয়, তাহলে নতুন মূল্যায়ন বছরে নতুন স্ল্যাবের উপর ভিত্তি করে কর গণনা করা হবে। অর্থাৎ কেন্দ্র ট্যাক্স রিবেট বাড়িয়েছে। এখন ৬০ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। নতুন ট্যাক্স স্ল্যাব অনুযায়ী, ৪-৮ লাখ টাকা পর্যন্ত আয়ে ২০ হাজার টাকা কর দিতে হত। আর ৮-১২ লাখ টাকা আয়ে ৪০ হাজার টাকা। কিন্তু ট্যাক্স রিবেট বাড়ানোর ফলে ছাড় পাওয়া যাবে, তাই আর কোনও কর দিতে হবে না। ১২ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ কর শূন্য রাখা হচ্ছে।

নয়া স্ল্যাব অনুযায়ী, কারও বেতন যদি ১৩ লাখ টাকা হয়, তাহলে তার প্রথম ভাগে ৪ লাখ, দ্বিতীয় ভাগে ৪ লাখ, তৃতীয় ভাগে ৪ লাখ, এবং শেষ ভাগে ১ লাখ। প্রথম ৪ লাখ টাকায় কোনও ট্যাক্স রাখা হয় নি। এরপর ৪-৮ লাখে ৫ শতাংশ ট্যাক্স লাগবে, অর্থাৎ ২০ হাজার টাকা। এরপর ৮-১২ লাখ টাকায় ১০ শতাংশ, যা প্রায় ৪০ হাজার টাকা হবে। তারপর শেষের ১ লাখ টাকার ওপর ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে। ১ লাখের ১৫ শতাংশ হল ১৫ হাজার টাকা। অর্থাৎ মোট ট্যাক্স যোগ করলে দাঁড়াবে ৭৫ হাজার টাকা। অর্থাৎ ১৩ লাখ টাকা বার্ষিক আয়ে আয়কর দিতে হবে ৭৫ হাজার টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen