আত্মীয়দের তথ্যে অসঙ্গতি, বিপাকে BLO-রা, SIR ফর্ম নিয়ে কমিশনে চিঠি তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৭: রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া ফের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আত্মীয়দের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য এবং বুথ লেভেল অফিসারদের (BLO) ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে অসঙ্গতি দেখা দেখা গিয়েছে বহু জায়গায়। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস (TMC) নির্বাচন কমিশনে (Election Commission of India) চিঠি দিয়ে বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছে।
তৃণমূলের অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, নাগরিকরা চাইলে নিজের নামের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয়দের নামও ফর্মে উল্লেখ করতে পারবেন। তাঁর বক্তব্য অনুযায়ী, শুধু বাবা-মা বা দাদু-দিদিমা নয়, চাচা, কাকা, পিসি, ভাইবোনের মতো অন্যান্য রক্তের সম্পর্কও স্বীকৃত। কিন্তু বাস্তবে BLO অ্যাপে ‘relative’ বিভাগে কেবলমাত্র বাবা, মা, ছেলে, মেয়ে, নাতি, নাতনি ও ট্রান্সজেন্ডার ছাড়া অন্য কোনও বিকল্প নেই। ফলে বহু প্রকৃত নাগরিকের তথ্য BLO-রা আপলোড করতে পারছেন না।
এই পরিস্থিতিতে শাসক দলের দাবি, BLO সংগঠনগুলিও অভিযোগ করছে যে, এই অসঙ্গতি প্রশাসনিক স্তরে বিভ্রান্তি তৈরি করেছে। কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্যের সঙ্গে ফিল্ড সফটওয়্যারের (Software) নির্দেশিকা না মেলায় ভোটার তালিকা (Voter List) সংশোধনের কাজে জটিলতা বাড়ছে। তৃণমূলের মতে, এখনই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উচিত স্পষ্ট নির্দেশ জারি করা, যাতে সফটওয়্যার ও মৌখিক ব্যাখ্যার মধ্যে মিল থাকে। না হলে, ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার গতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টা পর্যন্ত রাজ্যজুড়ে ১ কোটি ১০ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ৮টার হিসেব অনুযায়ী সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটিরও বেশি। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ২.০১ কোটি এনামুরেশন ফর্ম (Enumeration Form) বিলি করা হয়েছে। রাজ্যের মোট ৮০,৬৮১টি বুথে এই কাজ চলছে। কমিশনের তথ্য অনুযায়ী, বিএলও-দের পাশাপাশি স্বীকৃত সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগ করেছে।