বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে গঙ্গাসাগর মেলার আগে সুন্দরবনের জল সীমানায় বাড়তি নজরদারি

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এদিকে, বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের জল সীমানায় নজরদারি বাড়িয়েছে সুন্দরবন পুলিশ জেলা।

January 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এদিকে, বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের জল সীমানায় নজরদারি বাড়িয়েছে সুন্দরবন পুলিশ জেলা।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জল সীমানা প্রায় ১৫০ কিমি দীর্ঘ। বঙ্গোপসাগরে উপকূলরক্ষী বাহিনী ও নৌ বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও বঙ্গোপসাগর ও নদীতে এফআইবি দিয়ে সার্চিং অপারেশন ও পেট্রলিং চলছে।

মূলত গোবর্ধনপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ ও সাগরে এই পেট্রলিং চলছে। মৎস্যজীবীদের ট্রলারেও তল্লাশি চালানো হচ্ছে। এমনকী, মৎস্যজীবীদের বৈধ পরিচয়পত্র, লাইসেন্স খতিয়ে দেখছে পুলিস। জলপথে অচেনা কিছু চোখে পড়লে পুলিসকে খবর দিতে বলা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের। মূলত গঙ্গাসাগর মেলার জন্য জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং বিএসএফের সঙ্গে সমন্বয় রেখেই নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, ‘এই বছর গঙ্গাসাগর মেলায় সব মিলিয়ে ১২ হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীপথে কড়া নজরদারি চালানো হচ্ছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen