অবিশ্বাস্য! মরুভূমির দেশ সৌদি আরবে তুষারপাত

December 22, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫১: মরুভূমির দেশ হিসেবে পরিচিত সৌদি আরব। এবার সেখানেই ঘটল এক বিরল ও চমকপ্রদ ঘটনা। প্রায় তিন দশক পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলল তুষারপাতের। প্রচণ্ড গরম ও বিস্তীর্ণ বালিয়াড়ির জন্য পরিচিত সৌদি আরবের প্রাকৃতিক দৃশ্য যেন মুহূর্তে বদলে গেল—মরুভূমি ঢেকে গেল সাদা বরফের চাদরে, যা সাধারণত শীতপ্রধান দেশেই বেশি দেখা যায়।

উত্তর সৌদি আরবের একাধিক এলাকায় তুষারপাতের খবর মিলেছে। তুওয়াইক পর্বতমালা থেকে শুরু করে রিয়াদের আশপাশের অঞ্চল পর্যন্ত বরফ পড়তে দেখা যায়। এই দৃশ্য দেখে বিস্মিত ও আনন্দিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়—বরফে ঢাকা বালির ওপর দাঁড়িয়ে রয়েছে উট, মাথার ওপর ঘন কালো মেঘ। স্বাভাবিক মরুপ্রকৃতির সঙ্গে এই দৃশ্য নজর কেড়েছে নেটিজেনদের।

অন্যান্য ভিডিওতে দেখা গেছে, অনেকে হালকা ঢালে স্কি করছেন, কেউ কেউ আবার বরফ দিয়ে স্নোম্যান বানাচ্ছেন। মুহূর্তের মধ্যেই মরুভূমি যেন রূপ নিয়েছে এক অস্থায়ী শীতকালীন বিনোদনকেন্দ্রে।

তবে এই বিরল সৌন্দর্যের পাশাপাশি উদ্বেগও রয়েছে। স্থানীয় টিভি চ্যানেলগুলো এই তুষারপাতকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করলেও, ঠান্ডা আবহাওয়া ও পিচ্ছিল রাস্তা নিয়ে চিন্তিত অনেকেই। আগেই তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার সতর্কতা জারি করেছিল National Meteorology Center (NCM) এবং সাধারণ মানুষকে সাবধান থাকতে অনুরোধ জানানো হয়।

এর আগে Tabuk অঞ্চলের ট্রোজেনা হাইল্যান্ডস ও Jabal Al-Lawz-এ ভারী তুষারপাত, ঘন কুয়াশা ও ঝোড়ো হাওয়ার খবর প্রকাশ করে Saudi Gazette। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, Qassim এবং রিয়াধের উত্তরাঞ্চলে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই অস্বাভাবিক আবহাওয়া সৌদি আরবের জলবায়ু ইতিহাসে নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen