IND U19 vs ENG U19: ৭৮ বলে ১৪৩ রান করে জোড়া নজির বৈভব সূর্যবংশীর

১৪ বছরের বৈভব শতরান করেছে ৫২ বলে। অর্থাৎ প্রায় দুশোর কাছাকাছি স্ট্রাইক রেট ছিল তার।

July 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
৭৮ বলে ১৪৩ রান করে জোড়া নজির বৈভব সূর্যবংশীর। ছবি সৌজন্যে: Bipin Patel

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে (অনূর্ধ্ব-১৯) দাপুটে শতরান করলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ৭৮ বলে ১৪৩ রান করে আউট হয়ে জোড়া নজির গড়ে ফেলেছে বৈভব। এদিন তরানের পথে ১০টি চার এবং সাতটি ছয় মেরেছে বৈভব।

১৪ বছরের বৈভব শতরান করেছে ৫২ বলে। অর্থাৎ প্রায় দুশোর কাছাকাছি স্ট্রাইক রেট ছিল তার। উরস্টারে এই ইনিংসে জোড়া নজির ভেঙে দিয়েছে বৈভব। যুব এক দিনের ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসাবে শতরান করেছে। ভেঙে দিয়েছে পাকিস্তানের কাসিম আক্রমের নজির। ২০২২-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন কাসিম। বৈভব তাঁর থেকে ১১ বল কম খেলেছে।

পাশাপাশি, যুব এক দিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করল বৈভব। ১৪ বছর ১০০ দিন বয়সে শতরান করেছে সে। আগের নজির ছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর। তিনি ২০১৩-য় ১৪ বছর ২৪১ দিন বয়সে শতরান করেছিলেন। ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে শতরানের নজির ছিল সরফরাজ খানের। ২০১৩-য় তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ বছর ৩৩৮ দিন বয়সে শতরান করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen