IND vs AUS 2nd Test: অ্যাডিলেডে টসে জিতে ব্যাট করছে ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে টস জিতলেন রোহিত শর্মা

December 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে টস জিতলেন রোহিত শর্মা। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। সুতরাং, ডে-নাইট টেসে টস হেরে রান তাড়া করবে হোমটিম অস্ট্রেলিয়া। ভারত এই টেস্টের প্রথম একাদশে ৩টি রদবদল করে। দলে ফেরেন রোহিত শর্মা, শুভমন গিল ও রবিচন্দ্রন অশ্বিন। বাদ পড়েন দেবদূত পাডিক্কাল পাডিক্কাল, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে একটি বদল করে। তারা চোট পাওয়া জোশ হেজেলউডের বদলে মাঠে নামায় স্কট বোল্যান্ডকে।

লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিতেল স্টার্ক। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন যশস্বী জসওয়াল। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। ভারত রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে। ব্যাট করতে নামেন শুভমন দিল। ওভারের চতুর্থ বলে চার মেরে খাতা খোলেন গিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen