Ind vs Aus, 3rd T20I: অজিদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৬: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল ১৮৭ রানের লক্ষ্য তাড়া করে ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে পৌঁছে যায় ১৬০ রানে। আত্মবিশ্বাসের সঙ্গে ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শুরুতেই অর্শদীপ সিংহের দাপটে চাপে পড়ে অস্ট্রেলিয়া (Australia)। মাত্র ১৪ রানে পড়ে যায় দুই উইকেট- ট্রেভিস হেড (৬) ও জস ইংলিস (১)। বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ফেরেন অধিনায়ক মিচেল মার্শ (১১) ও মিচেল ওয়েন (০)।
এরপর চেহারা বদলায় অস্ট্রেলীয় ইনিংসের। টিম ডেভিড (৩৮ বলে ৭৪) ও মার্কাস স্টোইনিস (৩৯ বলে ৬৪) জুটি গড়ে তোলেন পাল্টা আক্রমণ। শেষদিকে ম্যাথু শর্ট (১৫ বলে ৬৪) ঝড় তোলেন ব্যাট হাতে। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৬ উইকেটে ১৮৬ রান।
ভারতের হয়ে অর্শদীপ সিংহ ৩৫ রানে ৩ উইকেট নেন, বরুণ চক্রবর্তী ২ উইকেট নেন ৩৩ রানে। শিবম দুবে ৪৩ রানে ১ উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা (Abhishek Sharma) শুরু করেন আগ্রাসী ভঙ্গিতে। ১৬ বলে ২৫ রান করে আউট হন। শুভমন গিলের ব্যাট থেকে আসে ১৫ রান। অধিনায়ক সূর্যকুমার যাদব ১১ বলে ২৪ রান করে ফেরেন।
নাথান এলিস ২০ রানে ২ উইকেট নেন, কিন্তু ভারতের মিডল অর্ডার দৃঢ়তা দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। শেষদিকে ঠান্ডা মাথায় খেলে জয় নিশ্চিত করেন ভারতের ব্যাটাররা।
অর্শদীপের বোলিং, সূর্যের নেতৃত্ব এবং ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস ভারতকে এনে দিল গুরুত্বপূর্ণ জয়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরল।