IND Vs AUS: দ্বিতীয় একদিনের ম্যাচেও ভারতের বিপক্ষে দুই উইকেটে জয় অস্ট্রেলিয়ার

October 23, 2025 | 2 min read
Published by: Ritam

 

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: আজ, অ্যাডিলেডে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। পার্থে প্রথম ম্যাচ হেরেছে ভারত। প্রত্যাবর্তনে ব্যর্থ হয়েছেন রোহিত, কোহলি। সমতা ফেরাবে ভারত? নাকি আজই সিরিজের ফয়সালা করে ফেলবেন মার্শ, স্টার্করা।

 

দেখুন প্রতি মুহূর্তের LIVE UPDATE

১৭:০৪: অষ্টম উইকেটের পতন অস্ট্রেলিয়ার, ম্যাচ জয়ের জন্য ভারতের দরকার দুই উইকেট, অস্ট্রেলিয়ার দরকার মাত্র পাঁচ রান

১৬:৫৬: সপ্তম উইকটের পতন অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ১০ রান

১৬:১৫: পঞ্চম উইকেটের পতন অস্ট্রেলিয়ার,আউট হয়ে সাজঘরে ফিরলেন শর্ট

১৫:৫৭: ৩৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১৬৩-৪

১৫:৩৬: ২৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১৩৫-৪

১৫:৩৪: ওয়াশিংটন সুন্দরের বলে ৯ রান করে আউট আলেক্স কেরি

১৫:২১: ২৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১১২-৩

১৪:৫৮: ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৭১-২

১৪:২৮:দ্বিতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার, হর্ষিত রানার বলে আউট হয়ে ফিরলেন হেড।

১৪:১০: ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪২-১

১৪:০৩: আর্শদীপ সিং এর বলে ১১ রান করে আউট মিচেল মার্শ

১৩:০০: ৫০ ওভার শেষে ভারতের রান ২৬৪-৯

১২:৪৬: ৮ রান করে আউট নীতিশ রেড্ডি

১২:৩৫: ৪৫ ওভার শেষে ভারতের রান ২২৬-৮

১২:৩৩: ৪৪ রান করে আউট অক্ষর প্যাটেল

১২:২৭: ১২ রান করে আউট ওয়াশিংটন সুন্দর

১১:৪৭: আউট রাহুল, ভারত ১৭৪/৫

১১:৪০: ৬১ রান করে আউট শ্রেয়স, ভারত ১৬৯/৪

১১:২৮: ৩২ ওভারে ভারত ১৫১/৩

১১:১৫: আউট রোহিত, ভারত ১৩৫/৩

১১:১০: Shreyas এর হাফ সেঞ্চুরি

১০:৫৯: ২৫ ওভারে ভারতের স্কোর ১১২/২

১০:৪৮: ৫০ রান সম্পূর্ণ করলেন রোহিত শর্মা, ভারত ৯৩/২

১০:৪২: ২০.১ ওভারে ভারতের স্কোর ৮৭/২

১০:৩৫: পরপর দুটি ছক্কা হাঁকালেন রোহিত, ভারত ৭৮/২

১০:২৩: ১৬ ওভারে ভারতের স্কোর ৫৬/২, রোহিত ২৬*, শ্রেয়াস ১৯*

১০:১৮: ৫০ রান সম্পূর্ণ ভারতের

১০:১২: ১৪ ওভারে ভারতের স্কোর ৪৬/২

১০:০৪: ১৩ ওভারে ভারতের স্কোর ৪১/২

০৯:৫৫: ১১ ওভারে ভারতের স্কোর ৩৩/২

০৯:৪৫: ৯ ওভারে ভারতের স্কোর ২৪/২

০৯:৩৪: ০ রানে আউট কোহলি, ভারত ১৭/২

০৯:৩০: আউট অধিনায়ক গিল (৯), ভারত ১৭/১

০৯:২৮: ৬ ওভারে ভারত ১৭/০

০৯:২৩: ৫ ওভারে ভারত ১৪/০, রোহিত ৮*, গিল ৬*

০৯:১৪: ৩ ওভারে ভারত ১১/০

০৯:০৫: ১ ওভারে ভারত ১/০

০৯:০০: টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen