LIVE IND Vs AUS: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচ ৯ উইকেটে জয়ী ভারত

আজ শনিবার সিডনিতে নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়া নেমেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ম্যাচের এক দিনের সিরিজের তৃতীয় ম্যাচ আজ। প্রথম দুটো ম্যাচ হেরেছে ভারত। প্রত্যাবর্তনে ব্যর্থ হয়েছেন রোহিত, কোহলি। ভারতের সামনে চ্যালেঞ্জ হোয়াইটওয়াশ বাঁচানোর। প্রথম একাদশে জোড়া পরিবর্তন করল ভারত। এক জন অলরাউন্ডার এবং এক জন জোরে বোলারকে বাদ দেওয়া হয়েছে প্রথম একাদশ থেকে। পরিবর্তে দু’জন এসেছেন প্রথম একাদশে। অবশেষে সুযোগ পেলেন কুলদীপ যাদব। বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি। আরও একটি পরিবর্তন হয়েছে দলে। অর্শদীপ সিংকে বসানো হয়েছে এই ম্যাচে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন আর এক পেসার প্রসিধ কৃষ্ণ।
দেখুন প্রতি মুহূর্তের LIVE UPDATE
১৫:৩৬: ৩৭ ওভার শেষে ভারতের রান ২১৯-১, বিরাট ৬৮*, রোহিত ১০৯*
১৫:১৬: শতরান করলেন রোহিত শর্মা
১৪:৫৮: ৫০ করলেন বিরাট কোহলি
১৪:৪৯: ২৫ ওভার শেষে ভারতের রান ১৪৫-১, বিরাট ৪০*, রোহিত ৬৪*
১৪:২৯: ৫০ করলেন রোহিত শর্মা
১৪:১৪: ১৭ ওভার শেষে ভারতের রান ১০৫-১, বিরাট ২২*, রোহিত ৪৪*
১৪:০৪: ১০০ রান সম্পূর্ণ ভারতের
১৩:৩৫: ৯ ওভার শেষে ভারতের রান ৫৮-০, রোহিত ৩০*, গিল ১৫*
১২:২৭: ২৩৬ রানে অল আউট অস্ট্রেলিয়া
১২:২৪: ২৩ রান করে আউট কুপার
১২:২২: ৪৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ২৩৬-৮, কুপার ২৩*, জাম্পা ২ *
১১:৫৪: ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ২০৬-৭, কুপার ১০*, এলিস ৩ *
১১:৩৯: পঞ্চম উইকেটের পতন অস্ট্রেলিয়ার, ওয়াশিংটন সুন্দরের বলে আউট রেনেশ
১১:২৪: হর্ষিত রানার বলে ২৪ রান করে আউট হয়ে ফিরলেন আলেক্স ক্যারি
১১:০৯: ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১৫৬-৩, রেনেশ ৩৯*, আলেক্স ক্যারি ৯*
১০.৫৪: ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১৩৪-৩, ক্রিজে রয়েছেন রেনেশ ২৪*, আলেক্স ক্যারি ২*
১০:০০: আউট হলেন হেড। মহম্মদ সিরাজের বল পয়েন্ট অঞ্চলে খেলার চেষ্টা করেন তিনি। বল হাওয়ায় ছিল। ক্যাচ ধরেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৫ বলে ২৯ রান করে ফিরলেন হেড। ৬১ রানে প্রথম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।
০৯:০০: টসে জিতে ব্যাট করতে নামল অস্ট্রেলিয়া
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, ম্যাথিউ শর্ট, ম্যাট রেনশ, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, মিচেল ওয়েন, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জ়াম্পা, জশ হ্যাজ়েলউড