যশস্বীর সেঞ্চুরি, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৩৬/৬

যশস্বীর সেঞ্চুরি, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৩৬/৬

February 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ। ভারত ইতিমধ্যেই ৬ উইকেট হারিয়েছে। লড়াই করে চলেছেন যশস্বী জয়সওয়াল। ছয় উইকেট খুইয়ে ভারতের স্কোর ৩৩৬। যশস্বী নিজে ২৫৭ বলে ১৭৯ করে অপরাজিত রয়েছেন বাইশ গজে। এদিন ১৭টি চার এবং পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন ভারতের তরুণ ওপেনার। ১০ বলে ৫ করে প্রথম দিনের শেষে যশস্বীর সঙ্গে ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। হিটম্যানের উইকেট নেন বশির। ৪১ বলে ১৪ করে অলি পোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। ৪৬ বলে ৩৪ করে অ্যান্ডারসনের বলে কিপার হাতে ক্যাচ দিয়ে আউট হন গিল। ১৫১ বলে কেরিয়ারের দ্বিতীয় শতরান পূরণ করেন জয়সওয়াল। ৫৯ বলে ২৭ করে সাজঘরে ফেরেন শ্রেয়স। টম হার্টলির বলে বেন ফোকসের তালুবন্দি হন শ্রেয়স। রজত পতিদারের উইকেট নেন রেহান। ৭২ বলে ৩২ করে সাজঘরে ফেরেন পতিদার। অক্ষর প্যাটেলকে ফেরান শোয়েব বশির। ৫১ বলে ২৭ করে রেহান অহমেদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অক্ষর। রেহান আহমেদের বলে বশিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কেএস ভরত। ২৩ বলে ১৭ করে আউট হন ভরত। বশির ও রেহান আহমেদ দুটি করে উইকেট পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen